ইংল্যান্ডের এজবাস্টন স্টেডিয়ামে দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ মে ২০২৪, ১৪:৫১
আগামী জুন মাসে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রতিবেশী দেশ দু’টির ওই ম্যাচটি ইংল্যান্ডের এজবাস্টন স্টেডিয়ামে দর্শকদের দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।
বৃহস্পতিবার জিও নিউজ জানিয়েছে, আগামী ৯ জুন নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচকে কেন্দ্র করে এজবাস্টন স্টেডিয়ামে তৈরি করা হচ্ছে একটি ফ্যান পার্ক।
সূত্র জানায়, এজবাস্টনের ফ্যান পার্কে অন্তত ৮ হাজার দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে এবং আইসিসিও ফ্যান পার্কের ভেন্যু নিশ্চিত করেছে।
ভারত-পাকিস্তান ম্যাচ উপলক্ষে এজবাস্টনে পারিবারিক উৎসবের পরিবেশ থাকবে। ভক্তরা বড় পর্দায় ম্যাচটি দেখতে পাবেন এবং ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও সেদিন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এজবাস্টনের প্রধান নির্বাহী স্টুয়ার্ট কিন জানিয়েছেন, ইংল্যান্ডের এই একটিমাত্র ভেন্যু আইসিসি ফ্যান জোনের জন্য নির্বাচন করেছে। এটি স্থানীয় কমিউনিটির জন্য বিশ্বকাপের অংশ হওয়ার দারুণ সুযোগ।
সূত্র : জিও নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা