১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রস্তুতি নিয়ে তৃপ্ত কোচ-অধিনায়ক, ছাপিয়ে যেতে চান আগের সব আসরকে

কোচ চন্ডিকা হাথুরুসিংহে - ফাইল ছবি

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই আসরে অংশ নিতে আজ বুধবার মধ্যরাতেই দেশ ছাড়ছেন সাকিব-শান্তরা। দেশ ছাড়ার আগের সব আনুষ্ঠানিকতাও সাড়া হয়েছে ইতোমধ্যেই। হয়েছে আনুষ্ঠানিক ফটোসেশনও। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন দলনায়ক ও প্রধান কোচ।

মিরপুরের সেই সংবাদ সম্মেলনে দলের প্রত্যাশা, বাস্তবতা ও শক্তি-দুর্বলতা নিয়ে কথা বলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যেখানে বড় প্রত্যাশা নয়, বরং আগের সব আসর থেকে ভালো কিছু করার মন্ত্রই উচ্চারণ হয় তাদের মুখে। যদিও নিজেদের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট প্রধান কোচ।

হাথুরুসিংহে এই প্রসঙ্গে বলেন,‘প্রতিটা টুর্নামেন্টই আমাদের আগের চেয়ে ভালো করার সুযোগ। টি-টোয়েন্টি ক্রিকেট আমাদের জন্য চ্যালেঞ্জের। আমরা র‌্যাঙ্কিংয়ে কোথায় আছি, সেটাতেও দেখা যায়। এখানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমাদের যে প্রস্তুতি, সেটার হিসেবে বলতে পারি আগের চেয়ে ভালো করার সুযোগ আছে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও তার আগে চট্টগ্রামে ক্যাম্প করেছে বাংলাদেশ। এ নিয়েও বেশ আশাবাদী তিনি। হাথুরু বলেন,‘আমাদের প্রস্তুতি খুব ভালো। চট্টগ্রামে আমাদের ভালো ক্যাম্প হয়েছে। সবমিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টেয়েন্টি সিরিজ খেলেছি।'

‘এই ম্যাচগুলোতে বেশিরভাগ খেলোয়াড়কে সুযোগ দিয়েছি আমরা। যেখানে আমরা কিছু জায়গা এক্সপোজ করছি। কিছু ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও চিন্তার জায়গা আছে, তবে এর বাইরে আমাদের প্রস্তুতি বেশ ভালো।’

তবে দেশের মানুষের প্রত্যাশাও মাথায় রেখেছেন হাথুরু। দেশের মানুষ যে বড় কিছু চায়, তা জানেন তিনিও। তবে দলের প্রাথমিক লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ‘দেশেরও প্রত্যাশা আছে যেন আমরা বড় কিছু করতে পারি। আমাদের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা। তবে আমাদের ওই দেশের সাথে মানিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রে খেলা আমাদের সবার জন্যই নতুন অভিজ্ঞতা।’

একই ভাবনা অধিনায়কেরও। এই নিয়ে শান্ত বলেন,‘সবাই প্রত্যাশা করবে। আমিও করব। আমার মনে হয়, আমরা যদি সুন্দরভাবে ছোট ছোট চিন্তা করে এগোই, তাহলে ভালো হবে। আমরা যে গ্রুপে আছি, সেটাকে খুব সহজ বলব না। গ্রুপ পর্বটা পার করতে পারলে ভালো হবে। এরপর দেখা যাবে।’

পরে আরেক প্রশ্নের উত্তরে যোগ করেন,‘আশা তো করছি এবার ভালো কিছু হবে। প্রস্তুতি ও সমন্বয় মিলিয়ে মনে হচ্ছে, আমাদের দলটা খুব ভালো। তবে ওই দিনে ভালো খেলাটা জরুরি। আশা করছি, এবার সবাই সেটা করবে। সেরাটা দিবে।’


আরো সংবাদ



premium cement