১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রিজওয়ান-ফখর জুটিতে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান

রিজওয়ান-ফখর জুটিতে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান - ছবি : সংগৃহীত

এবার আর অঘটন নয়, প্রত্যাশিত জয় তুলে নিয়েছে পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের আটকে দিয়েছে তারা, বড় জয়ে সিরিজে ফিরিয়েছে ১-১ সমতা। ফলে সিরিজের শেষ টি-টোয়েন্টি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। যে জিতবে, সিরিজ নিশ্চিত করবে তারাই।

সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার আয়ারল্যান্ডের কাছে হেরে যায় পাকিস্তান। তবে অঘটনের ধাক্কা আজ কাটিয়ে উঠেছে তারা। রোববার ডাবলিনে আগে ব্যাট করে আইরিশরা ৭ উইকেটে ১৯৩ রানের পুঁজি গড়ে। যা ১৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই পেরিয়েছে পাকিস্তান।

পাকিস্তান সহজ জয় পেয়েছে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের ঝড়ে। ফখর ৪০ বলে ৭৮ রান করে আউট হলেও রিজওয়ান ৪৬ বলে ৭৫ রান করে অপরাজিত ছিলেন। তাছাড়া আজম খান খেলেন ১০ বলে ৩০ রানের হার না মানা ইনিংস।

অথচ শুরুটা ভালো ছিল না পাকিস্তানের। রান তাড়ায় প্রথম ওভারেই উইকেট হারায় সফরকারীরা। ছক্কা মেরে রানের খাতা খোলা সাইম আইয়ু্ব তৃতীয় বলে কার্টিস ক্যাম্ফারের হাতে ক্যাচ তুলে দেন। তিনে নেমে বাবর আজমও পারেননি আস্থার প্রতিদান দিতে।

পাকিস্তান অধিনায়ক ফেরেন পরের ওভারেই দলকে ১৩ রানে রেখে। ৪ বল খেলেও রানের খাতা খোলা হয়নি তার। তবে সেখানেই শেষ আইরিশদের উন্মাদনার। তৃতীয় উইকেট জুটিতে রিজওয়ান ও ফখর মিলে যোগ করেন ৭৮ বলে ১৪০ রানের ম্যাচজয়ী জুটি।

এর আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড করে ৭ উইকেটে করে ১৯৩ রান। ৩৪ বলে সর্বোচ্চ ৫১ রান করেন লোরকান টাকার। এ ছাড়া হ্যারি টেক্টর ২৮ বলে ৩২ ও শেষ দিকে গ্যারেথ ডেলানি করেন ১০ বলে ২৮ রান। কার্টিস ক্যাম্ফারের ব্যাটে আসে ১৩ বলে ২২ রান।

পাকিস্তানের হয়েছ শাহিন আফ্রিদি ৪৯ রানে নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নেন আব্বাস আফ্রিদি।

 


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় বাশার আল আসাদের বাবার কবরে অগ্নিসংযোগ মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

সকল