১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিশ্বকাপে তাসকিনকে পাওয়া নিয়ে শঙ্কা

তাসকিন আহমেদ - পুরনো ছবি

আরো একটা বিশ্বকাপ সামনে, আরো একবার শঙ্কা তাসকিনকে নিয়ে। হঠাৎ পাওয়া চোটে বিশ্বকাপ বহরে তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও আসেনি আনুষ্ঠানিক ঘোষণা, তবে যেকোনো সময় দুঃসংবাদ শোনার জন্যে মানসিক প্রস্তুতি রাখতে হচ্ছে।

ব্যথাটা পেয়েছিলেন শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে। আজ সকালে শেষ ম্যাচের আগে ব্যথা আরো বাড়লে একাদশের বাইরে রাখা হয় তাকে। জানা গেছে- চোটটা বেশ গুরুতর। যদিও আগামীকাল রিপোর্ট আসার আগে বলা যাচ্ছে না কোনো কিছুই।

জানা গেছে, তাসকিনের চোটটা মূলত সাইড স্ট্রেইনের। এই ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অন্তত ৩-৪ সপ্তাহ সময় লাগবে। তাসকিনের সব রিপোর্ট কাল হাতে পাবে বিসিবি। এরপর সিদ্ধান্ত নেয়া হবে। তবে তাকে নিয়ে বিশ্বকাপে যেতে দৃঢ় প্রত্যয়ী বিসিবি।

এই প্রসঙ্গে বিকেলে বিসিবি সভাপতি প্রয়োজনে তাসকিনকে বিদেশে পাঠানো হবে বলেও জানান। তিনি বলেন, ‘দুই থেকে তিন সপ্তাহ হয়তো বিশ্রাম দিতে হবে। যদি দুই সপ্তাহ হয়, তাহলে কী করব, তিন সপ্তাহ হলে কী করব—এসব নিয়ে ভাবতে হবে। দরকার পড়লে আমরা যুক্তরাষ্ট্রে ডাক্তারের সাথে কথা বলব।’

মাঠ ছাড়ার সময় চোটের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল তাসকিনের কাছেও। তিনিও তখনই নির্দিষ্ট কিছু বলতে পারেননি, ‘এখনো কিছু বলা যাচ্ছে না। পুরো রিপোর্টটা এলে বলা যাবে। ব্যথা আছে, ফিফটি ফিফটি।’

যদি শেষ পর্যন্ত তাসকিনকে না পাওয়া যায়, তা হবে বাংলাদেশের জন্য বড় ধাক্কা। ক্যারিয়ারের সেরা সময় পার করতে থাকা এই পেসার সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজেও ছিলেন সেরা বোলার। ৪ ম্যাচে মাত্র ৭৩ রান দিয়ে ৮ উইকেট শিকার করেছেন তিনি।

যার পরিপ্রেক্ষিতে সবশেষ হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন তাসকিন। জিতেছেন সিরিজ সেরার পুরস্কারও।

 


আরো সংবাদ



premium cement