১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানকে লজ্জায় ডুবাল আয়ারল্যান্ড

পাকিস্তানকে লজ্জায় ডুবাল আয়ারল্যান্ড - ছবি : সংগৃহীত

পাকিস্তানকে লজ্জায় ডুবাল আয়ারল্যান্ড। ঘরের মাঠে ডেকে এনে পুরোপুরি উড়িয়ে দিয়েছে বাবর-আফ্রিদিদের। শেষ ওভারের রোমাঞ্চ ছাপিয়ে প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়েছে আইরিশরা। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে এন্ড্রি বালবির্নির দল।

শুক্রবার (১০ মে) এক দশকেরও বেশি সময় পর টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় পাকিস্তান ও আয়ারল্যান্ড। তবে এই দেখাটা সুখকর হয়নি পাকিস্তানের জন্যে। আগে ব্যাট করে তারা ৬ উইকেটে ১৮২ রানের বিশাল সংগ্রহ পেলেও আইরিশরা তা পাড়ি দিয়েছে ১৯.৫ ওভারে।

তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটায় টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান। তবে শুরুটা ভালো হয়নি, রিজওয়ানকে (১) দ্বিতীয় ওভারেই হারায় তারা৷ তবে দ্বিতীয় উইকেট জুটিতে সাইম আইয়ুব ও বাবর আজমের ৮৫ রান এনে দয়ে বড় সংগ্রহ গড়ার সুযোগ করে দেন।

সাইম ২৯ বলে ৪৫ ও বাবর ৪৩ বলে ৫৭ রান করে আউট হন। চারে নেমে ফখর জামান করেন ১৮ বলে ২০ রান। আর শেষদিকে ঝড় তুলেন ইফতিখার আহমেদ, খেলেন ১৫ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস। তাকে ভালো সঙ্গ দেন শাহীন। করেন ৮ বলে ১৪* রান।

তবে আর কেউই বলার মতো রান করতে পারেননি। রানেই খাতাই খুলতে পারেননি আজম খান ও শাদাব খান। তবুও শেষ পর্যন্ত ১৮৩ রান পর্যন্ত পৌঁছায় পাকিস্তান। আয়ারল্যান্ডের হয়ে ক্রেইগ ইয়ং নেন দুটি উইকেট। একটি করে উইকেট পান মার্ক অ্যাডায়ার ও গ্যারেথ ডিলেনি।

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ১৪ রানের বেশি তুলতে পারেনি আয়ারল্যান্ড। নিজের প্রথম ওভারেই পল স্টার্লিংকে (৮) ফেরান শাহীন শাহ আফ্রিদি। এরপর দ্রুত আউট হয়ে ফেরেন লরকান টাকারও (৪)। বালবির্নি ও হ্যারি টেক্টরের তৃতীয় জুটিতে লড়াই চালিয়ে যায় স্বাগতিকরা।

দু'জনে মিলে যোগ করেন ৫২ বলে ৭৭ রান। মূলত এই জুটিতেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে আইরিশরা। টেক্টর ২৭ বলে ৩৬ রান করে ফিরলেও জর্জ ডকরেলকে নিয়ে আরও ৩৯ রান যোগ করেন বালবির্নি। ১৬.১ ওভারে ফেরেন ডকরেলও। ১২ বলে ২৪ করেন ডকরেল।

জয় পেতে যখন ৯ বলে প্রয়োজন ১৬ রান, তখন ৫৫ বলে ৭৭ রানে আউট হন বালবির্নি। তবে এইব সময়ে কার্টিস ক্যাম্ফারের করা ৭ বলে ১৫ রানের ইনিংস দলকে জয়ের বন্দরে পৌঁছায় সহজেই। গ্যারেথ ডিলানিকে নিয়ে নিশ্চিত করেন জয়। ৬ বলে ১০* করেন ডিলানি।

পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন আব্বাস আফ্রিদি। একটি করে উইকেট পান শাহীন, নাসিম শাহ ও ইমাদ ওয়াসিম।

উল্লেখ্য, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ড তাই এগিয়ে গেল ১-০ ব্যবধানে। আগামী ১২ ও ১৪ মে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ



premium cement