আত্মসম্মানে আঘাত, অধিনায়কত্ব ছাড়ছেন রাহুল!
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ মে ২০২৪, ০৭:৪৫
আইপিলের গ্রুপ পর্যায়ের বাকি আর দু'টি ম্যাচ। এর মধ্যেই ভরা স্টেডিয়ামে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভর্ৎসনার পর এবার লখনৌ সুপার জায়েন্টসে অধিনায়কত্ব ছাড়তে চলেছেন কেএল রাহুল। খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে।
ঘটনাটি ঠিক কী? গত বুধবার হায়দরাবাদের, উপলে অবস্থিত রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়েন্টস ও সানরাইজার্স হায়দরাবাদ । লখনৌ প্রথমে ব্যাট করে ৪ উইকেটে তুলেছিল ১৬৫ রান। জবাব ব্যাট করতে নেমে ৬২ বল হাতে রেখে ১০ উইকেটে ম্যাচ বের করে নেয় হায়দরবাদ।
আর এই খেলা শেষ দেখা যায় যে স্ট্যান্ড থেকে মাঠে নেমে এসেছেন লখনৌ সুপার জায়েন্টসে মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এরপর ভরা স্টেডিয়ামে তিনি তীব্র ভর্ৎসনা করেন রাহুলকে! তখন চুপ করে সব শুনেছিলেন। কিন্তু এক দিন কাটতে না কাটতেই এবার সিদ্ধান্ত নিয়ে ফেললেন লখনৌর অধিনায়ক।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছেন, 'দিল্লির বিরুদ্ধে পরের ম্যাচে আগে ৫ দিন সময় আছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তবে শেষ দুটি ম্যাচে যদি রাহুল যদি শুধুমাত্র ব্যাটিংয়ের নজর দিতে চান, সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের আপত্তি নেই'। এর আগে, রাইজিং পুনে সুপার জায়েন্টসের পদ থেকে যখন ধোনিকে সরানো হয়, তখনও দলের মালিক ছিলেন সঞ্জীব গোয়েঙ্কাই।
এদিকে ২০২৫ সালে আইপিএলে মেগা নিলাম। ২০২২ সালে ১৭ কোটি টাকা দিয়ে কেএল রাহুলকে কিনেছিল লখনৌ সুপার জায়েন্টস। তবে তাকে আর দলে রাখার সম্ভাবনা কম বলেই খবর। সে কারণেই কি নিজে থেকেই অধিনায়ক ছাড়ার সিদ্ধান্ত রাহুলের? জল্পনা তুঙ্গে।
সূত্র : জি নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা