বিপদে জিম্বাবুয়ে, ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ মে ২০২৪, ১৭:৫৭, আপডেট: ০৭ মে ২০২৪, ১৮:৪৫
জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ। ইনিংসের অর্ধেক পথ পেরোতেই তুলে নিয়েছে ৬ উইকেট। মোহাম্মদ সাইফুদ্দীনের জোড়া আঘাতে পূর্ণ নিয়ন্ত্রণ এখন পর্যন্ত টাইগারদের হাতেই।
১৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটি ভাঙেন সাইফ, ফেরান জয়লর্ড গাম্বেকে ৯ রানে। পরের আঘাত আনেন সিরিজে প্রথম সুযোগ পাওয়া তানজিম সাকিব, তার শিকার তিনে নামা বেনেট (৫)।
পাওয়ার প্লে শেষ করার আগে আরো একটা উইকেট তুলে নেয় বাংলাদেশ। এবারও শিকারী সাইফ, ফেরান ক্রেইগ আরভিনকে মাত্র ৭ রানে। এক ওভার পর রিশাদ হোসেনের শিকার হন সিকান্দার রাজা। ১ রানে ফেরেন তিনি।
৮ ওভারে ৪৮ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়েকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি বাংলাদেশ। থিতু হয়ে যাওয়া ওপেনার মারুমানিকে ফেরান মাহমুদউল্লাহ। ২৬ বলে ৩১ করে ফেরেন তিনি।
এরপর ক্লাইভকে ফিরিয়ে দিনে নিজের প্রথম উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। সাজঘরে ফেরার আগে ১৬ বলে ১১ রান করেন এই ব্যাটার।
এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১২.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৪ রান। জয়ের জন্য পরের ৮.৪ ওভারে চাই ৯২ রান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা