বৃষ্টিতে থমকে আছে খেলা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ মে ২০২৪, ২০:৩৩, আপডেট: ০৩ মে ২০২৪, ২১:১৮
চট্টগ্রামে বৃষ্টির হানা। থমকে গেছে খেলা। কাভারে ঢাকা হয়েছে মাঠ, ক্রিকেটাররা ফিরেছেন সাজঘরে। তবে স্বস্তি নিয়ে ফেরা হয়নি টাইগারদের, ৩ ওভারে মাত্র ১০ রান তুলতেই হারিয়েছে ১ উইকেট। ফিরেছেন লিটন দাস।
প্রিয় প্রতিপক্ষকে পেয়েও দুঃসময় থেকে বের হয়ে আসতে পারলেন না লিটন। দ্বিতীয় ওভারেই ফিরেছেন স্ট্যাম্প ভেঙে। মুজরাবানির শিকার হয়েছেন ৩ বলে ১ রানে। এরপর নাজমুল হোসেন শান্ত আসেন মাঠে। অভিষিক্ত তানজিদ তামিমকে নিয়ে লড়াই করছেন বাংলাদেশ অধিনায়ক। শান্ত ৭ বলে ৪ ও তামিম ব্যাট করছেন ৮ বলে ৩ রানে। জয়ের জন্য এখনো ১৭ ওভারে প্রয়োজন ১১৫ রান।
এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাট করে জিম্বাবুয়ে। শেষ বলে অল আউট হবার আগে ১২৪ রান তুলে সফরকারীরা। ৪৩ রান করেন মাদান্দে। ৩টি করে উইকেট যায় তাসকিন আহমেদ ও সাইফুদ্দীনের ঝুলিতে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা