১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লজ্জা এড়িয়ে মান বাঁচানো সংগ্রহ জিম্বাবুয়ের

দ্বিতীয় ওভারেই আউট হয়েছিলেন ক্রেইগ এরভিন - ছবি : সংগৃহীত

পাওয়ার প্লেতেই বের হয়ে এসেছিল ইনিংসের লেজ, পরের দুই ওভারে শঙ্কা জেগেছিল সর্বনিম্ন সংগ্রহের লজ্জার। তবে অষ্টম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। তাতে লড়াই করার পুঁজি পেয়েছে সফরকারীরা।

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার জিম্বাবুয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে টসে হেরে আগে ব্যাট করে শেষ বলে অল আউট হবার আগে ১২৪ রান তুলেছে সফরকারীরা। ৪৩ রান করেন মাদান্দে। ৩টি করে উইকেট যায় তাসকিন আহমেদ ও সাইফুদ্দীনের ঝুলিতে।

টাইগার বোলারদের দাপটে এদিন শুরু থেকেই ধুঁকেছে জিম্বাবুয়ে। যার শুরুটা করেছিলেন শেখ মেহেদী। খেলা শুরু হতেই তার হাত ধরে উইকেটের দেখা পায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ক্রেইগ আরভিনের উইকেট ভাঙেন তিনি। আরভিনকে ফেরান ডাক উপহার দিয়ে।

পরের আঘাত আসে সাইফুদ্দীনের হাত ধরে। বফেরার অপেক্ষাটা দেড় বছরের হলেও, উইকেট তুলে নিতে দেরি করেননি। জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েই পেয়ে গেছেন উইকেটের দেখা। ১৪ বলে ১৭ করা জয়লর্ড গাম্বেকে ফিরিয়ে করলেন চিরচেনা সেই উদযাপন।

এরপর পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে রান আউট হয়ে ফেরেন ব্রায়ান বেনেট। ১৫ বলে ১৬ রান করেন তিনি। তবে বড় ধাক্কাটা আসে পরের বলে সিকান্দার রাজা গোল্ডেন ডাক মেরে ফিরলে। ৩৮ রানে ৪ উইকেট নিয়ে শেষ হয় পাওয়ার প্লে।

তবে বিপর্যয় থামেনি তখনও। পরের ওভারে এসে তাসকিন প্রথম দুই বল থেকেই তুলে নেন জোড়া উইকেট। জোড়া গোল্ডেন ডাক মেরে ফেরেন শন উইলিয়ামস আর রায়ান বার্ল। জেগে উঠে হ্যাটট্রিকের সম্ভাবনাও। যদিও তা হয়নি।

অষ্টম ওভারে এসে নিজের দ্বিতীয় উইকেটটা তুলে নেন সাইফুদ্দীন। তাওহীদ হৃদয়ের অসাধারণ ক্যাচ হয়ে ফেরেন লুক জঙ্গি। ৪১ রানে ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে। সম্ভাবনা দেখা দেয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন সংগ্রহের।

তবে ৬৫ বলে ৭৫ রানের জুটি গড়ে সেই লজ্জা এড়িয়েছে অষ্টম উইকেট জুটি। ওয়েলিংটন মাসাকাদজা আর ক্লিভে মাদান্দের ব্যাটে পাড়ি দিয়েছে শতাধিক রানের গণ্ডি। পরের ১০ ওভারে আর কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।

সুযোগ এসেছিল বটে, রিশাদের বলে ক্যাচ উঠিয়েছিলেন মাদান্দে, তবে তা লুফে নিতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। জীবন পেয়ে তা বেশ ভালোই কাজে লাগিয়েছেন এই জিম্বাবুইয়ান। ১৯তম ওভারে তাসকিনের শিকার হবার আগে করেন ৩৯ বলে ৪৩ রান।

ইনিংসের শেষ বলে রান আউট হয়ে ফেরেন মাসাকাদজা, আউট হন ৩৮ বলে ৩৪ রানে। মাঝে ব্লেসিং মুজরাবানির উইকেট তুলে নেন সাইফুদ্দীন।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল