১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে পাকিস্তান দলে ফিরলেন রউফ-হাসান

- ছবি : সংগৃহীত

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন দুই পেসার হারিস রউফ ও হাসান আলি। আগামী জুনে শুরু হওয়া বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

আয়ারল্যান্ড-ইংল্যান্ড জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে রাখা হয়েছে গেল মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়া উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান, আজম খান ও মোহাম্মদ ইরফান খানকে।

তবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল এখনো ঘোষণা করেনি পাকিস্তানের নির্বাচকরা।

লাহোরে এক সংবাদ সম্মেলনে নির্বাচক ওয়াহাব রিয়াজ বলেন, ‘আমাদের কিছু খেলোয়াড়ের ফিটনেস সমস্যা রয়েছে। আশা করি, ইংল্যান্ড সফরকালীন আমরা বিশ্বকাপের দল চূড়ান্ত দল ঘোষনা করতে পারবো।’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মনুযায়ী পহেলা মে’র মধ্যে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করতে হবে বিশ্বকাপে অংশ নেয়া ২০টি দলকে। তবে ২৫ মে’র মধ্যে প্রাথমিক দলে পরিবর্তন করা সুযোগও রেখেছে আইসিসি।

গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সময় কাঁধের ইনজুরিতে পড়ার পর জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি ৩০ বছর বয়সী রউফ।

রিয়াজ বলেন, ‘বোলিং শুরু করেছেন রউফ। ইংল্যান্ড সিরিজের আগে ম্যাচ খেলার জন্য ফিট হয়ে যাবে সে।’

২০২২ সালের সেপ্টেম্বর থেকে পাকিস্তানের হয়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচ না খেলা হাসানকে নিয়ে রিয়াজ বলেন, ‘ব্যাক আপ হিসেবে আমরা হাসানকে দলে নিয়েছি।’

প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ হয়েছে স্পিন অলরাউন্ডার আঘা সালমানের। পাকিস্তানের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে সালমানের।

১০, ১২ এবং ১৪ মে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে খেলবে পাকিস্তান।

২২ মে থেকে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান। সিরিজের পরের তিন ম্যাচ হবে যথাক্রমে- ২৫, ২৮ ও ৩০ মে।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান টি-টোয়েন্টি দল : বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইরফান, নাসিম শাহ, সাইম আইয়ুব, আঘা সালমান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল