লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে চান তামিম-মুশফিক
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ এপ্রিল ২০২৪, ২০:১৬
ক্রমশ জনপ্রিয় হচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ। উঠে এসেছে আলোচনায়। তাইতো আসরটিতে অংশ নিতে হিড়িক পড়ে গেছে তারকা ক্রিকেটারদের। পরবর্তী সংস্করণে দল পেতে ইতোমধ্যে আবেদন করেছেন পাঁচ শ’ ক্রিকেটার! যেখানে আছেন বাংলাদেশরও চারজন।
আগামী জুলাইয়ে মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসর। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে পাঁচটি ফ্রাঞ্চাইজি দল। ইতোমধ্যে দল পেতে আগ্রহ প্রকাশ করেছেন পাঁচ শতাধিক ক্রিকেটার।
সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
বাংলাদেশ থেকে এবার এই টুর্নামেন্টের খেলোয়াড় নিলামে নাম নিবন্ধন করিয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন ও তাসকিন আহমেদ। ইতোমধ্যে সরাসরি চুক্তিতে সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে ভিড়িয়েছে গল মার্ভেলস।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোসহ মোট ২৪টি দেশের ক্রিকেটাররা এবারের এলপিএলে নাম নিবন্ধন করিয়েছেন। যদিও ক্রিকেটারদের নিলামের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা