এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ এপ্রিল ২০২৪, ১৪:৩৩
মোহামেডান-প্রাইম ব্যাংক ম্যাচের রেশ যেন কাটছেই না। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আলোচনায় মুশফিকের ‘আউট।’ ভুলতে পারছেন না স্বয়ং মুশফিকও, করে বসলেন অদ্ভুত এক প্রতিবাদ! ব্যবহার করলেন সামাজিক যোগাযোগমাধ্যমকে।
ঘটনা গতকাল বৃহস্পতিবারের। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় মোহামেডান ও প্রাইম ব্যাংক। ৩৪তম ওভারে অফ স্পিনার নাঈম হাসানের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ তোলেন মুশফিক।
সীমানার কাছে দারুণভাবে লাফিয়ে ক্যাচ লুফে নিয়ে উচ্ছ্বাসে ভাসছিলেন আবু হায়দার রনি। বিষন্ন মনে মুশফিকও তখন ফিরছিলেন ড্রেসিংরুমে। তখনই, ড্রেসিংরুম থেকে আসে থামার আভাস। জানান, রনি ক্যাচ নিলেও তার পা স্পর্শ করেছে সীমানার দড়ি। ঘটনাটি নিয়ে উত্তেজনা বিরাজ করতে থাকে।
এই উত্তাপের পর খেলা বন্ধ থাকে ১২ মিনিট। তাতেও মেলেনি সমাধান। কারণ ম্যাচে ছিলেন না তৃতীয় কোনো আম্পায়ার। ফলে আম্পায়ারদের সিদ্ধান্তেই মাঠ ছাড়তে হলো মুশফিককে। এই ঘটনার পর ম্যাচটিতে গতকাল আর জিততে পারেনি প্রাইম ব্যাংক।
ম্যাচ শেষেও ছিল এর রেশ। হারার পর প্রাইম ব্যাংকের কোনো খেলোয়াড় মোহামেডানের কারো সাথে রীতি অনুযায়ী হাত মেলাননি। তামিম বেরিয়ে এলেও দুই আম্পায়ার মনিরুজ্জামান ও সাথিরা জাকিরের সাথে খানিকটা কথা বলে ড্রেসিংরুমে ফিরে যান।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানান কথাই হতে থাকে। তবে শুক্রবার এই বিতর্ক যেন আরো যেন উস্কে দিলেন মুশফিক। ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে সেই ক্যাচের একটি স্ক্রিনশট পোস্ট করে লাল বৃত্ত দিয়ে রনির পা ও বাউন্ডারি লাইনের দড়ি চিহ্নিত করেন। সাথে লেখেন, ‘মাশা আল্লাহ।’
ক্যাপশনের সাথে ‘স্যালুট’ দেয়ার তিনটি ইমোজিও জুড়ে দেন। মুশফিকের ওই পোস্টে আবার মন্তব্য করেছেন প্রাইম ব্যাংকের পেসার রুবেল হোসেন। তিনি লিখেছেন, ‘খুবই দুঃখজনক ভাই।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা