১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ

আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ - ছবি : সংগৃহীত

ফের হোঁচট খেল মোস্তাফিজের চেন্নাই। আবারো হেরে গেছে হলুদ জার্সিধারীরা। সুবিধা করতে পারেননি মোস্তাফিজও, ১ উইকেট পেলেও রান দিয়েছেন বেশ। সব মিলিয়ে হতাশাময় একটা দিন কাটাল আইপিএলের সর্বোচ্চ শিরোপাজয়ীরা।

লখনৌর ঘরের মাঠে শুক্রবার তাদের মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস। টসে হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭৬ রান তুলে চেন্নাই। জবাবে ১ ওভার হাতে রেখে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় লাখনৌ সুপার জায়ান্ট। ম্যাচে বল হাতে ৪৩ রানে ১ উইকেট নেন মোস্তাফিজ।

১৭৭ রানের লক্ষ্য ক্রিকেটে বেশ শক্ত পুঁজি হলেও আইপিএলে যে নিছকই সংখ্যা, তাই যেন মনে করিয়ে দিল লাখনৌ। হেসেখেলেই জয় তুলে নিয়েছেন তারা। মোস্তাফিজ ছাড়া কেবল পাথিরানা পেয়েছেন উইকেটের দেখা। জোড়া ফিফটি হাঁকিয়েছেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও লোকেশ রাহুল।

দুই ওপেনারই ম্যাচের ভাগ্য লিখে ফেলেন। গড়েন ৯০ বলে ১৩৪ রানের জুটি। শেষ কয়েক ম্যাচে রান না পাওয়া ডি কক এ দিন ফিফটি তুলে নিলেও তা ছিল না তার মতো। ৪৩ বলে ৫৪ রান করেন তিনি। তবে রাহুল ছিলেন বিধ্বংসী, আউট হবার আগে ৫৩ বলে করেন ৮২ রান। তাছাড়া ১২ বলে ২৩* রান করেন নিকোলাস পুরান।

এর আগে অবশ্য ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। ১২.২ ওভারে মাত্র ৯০ রানেই হারায় ৫ উইকেট। যেখানে আজিঙ্কা রাহানের ২৪ বলে ৩৬ রান কেবল বলার মতো সংগ্রহ। রাচিন রাবিন্দ্র ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। অধিনায়ক রুতুরাজ করেন ১৩ বলে ১৭ রান।

চেন্নাইয়ের ইনিংস ধরে রাখার মূল কাজটা করেন রাবিন্দ্র জাদেজা। তার ৪০ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস লড়াইয়ের পথে রাখে দলকে৷ মইন আলির সাথে গড়েন ৩৩ বলে ৫৭ রানের জুটি। ২০ বলে ৩০ রান করেন মইন।।তবে দলের সংগ্রহ দেড় শ’ পাড় হয় মাহেন্দ্র সিং ধোনির হাতে। এ দিনও জ্বলে উঠেন এই ব্যাটার।

শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ৯ বলে করেন ২৮* রান। তাতেই লড়াইয়ের পুঁজি পায় চেন্নাই।


আরো সংবাদ



premium cement
স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩

সকল