ঢাকা লিগে মোহামেডানকে হারাল শাইনপুকুর
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ এপ্রিল ২০২৪, ২৩:২৬
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবার জায়ান্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
শাইনপুকুরের হয়ে পাঁচ উইকেট নেন সদ্য টেস্ট অভিষেক হওয়া তরুণ ডানহাতি পেসার নাহিদ রানা।
মোহামেডানের অধিনায়ক ইমরুল কায়েস ফিফটি ও আবু হায়দার রনি ফিফটি করেন। কিন্তু মিডল অর্ডার ভালো করতে পারেনি। রনি তালুকদার ও মাহিদুল ইসলাম অঙ্কন যথাক্রমে মাত্র ৪ ও শূন্য রানে মাঠ ছাড়েন। তবে তারা দুজনই নাহিদ রানার হাতে ধরাশায়ী হন।
জাতীয় দলের তারকা খেলোয়ার মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ যথাক্রমে ২৯ ও ১৫ রান করে মোহামেডানকে একটি প্রতিযোগিতামূলক স্কোর গড়তে সহায়তা করেন।
১০ ওভারে ৪৫ রান দিয়ে ৫ উইকেট নেন নাহিদ রানা।
বৃষ্টি শাইনপুকুরের লক্ষ্য সংশোধন করে ৩০ ওভারে ১৫৮ রান নির্ধারণ করে দেয়। তবে ২৭ ওভার ৪ বলেই লক্ষ্য অর্জন করতে সমর্থ হয় তারা।
তানজিদ হাসান তামিম (৩৬) ও মার্শাল আইয়ুব (৩০) ও আকবর আলী ২০ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।
এটি শাইনপুকুরের টানা চতুর্থ লিগ জয়। এই জয়টি তাদের স্ট্যান্ডিংয়ের তৃতীয় স্থানে নিয়ে যায়। অন্যদিকে মোহামেডান চার ম্যাচে তাদের দ্বিতীয় পরাজয় বরণ করে চতুর্থ স্থানে নেমে গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা