১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফিট তামিমকে যেকোনো ফরম্যাটের দলে চান বাংলাদেশ অধিনায়ক

তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত - ফাইল ছবি

‘শতভাগ ফিট নয়’ এমন অজুহাতে ভারত বিশ্বকাপে যাওয়া হয়নি তামিম ইকবালের। থাকতে হয়েছে দর্শক হয়ে। এরপর আর ফেরা হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে। বিসিবির সাথে বহুল কাঙ্ক্ষিত বৈঠকেও মেলেনি সমাধান, গলেনি মান-অভিমান। এখনো রয়ে গেছে ধোঁয়াশা।

তামিম ইকবাল কী করতে চান কিংবা বিসিবির কী অবস্থান? প্রশ্নটা যেন লাখ টাকার। ফলে এখনো দুদুল্যমান তামিমের ভাগ্য। সময়ের সাথে সাথে বাড়ছে তামিমকে ফের জাতীয় দলের জার্সি গায়ে দেখার অপেক্ষা। তবে গতদিনের ঘটনায় আশার পালে খানিকটা হাওয়া পেতেই পারেন সমর্থকেরা।

এক দিনে তামিম ইকবালের দুই ‘সৌজন্য সাক্ষাৎ’ জাগিয়ে তুলে সমর্থকদের। ছড়িয়েছে বেশ কৌতূহল। প্রথমটি ছিল কাল প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে মিরপুর স্টেডিয়ামের ড্রেসিংরুমে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেনের সাথে। দ্বিতীয়টি বিসিবি কার্যালয়ে ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুসের সাথে।

যদিও উভয় বৈঠকককে সৌজন্য সাক্ষাৎ দাবি করা হয়। শান্ত বলেন, ‘কি কথা হয়েছে এটা আমার আর তামিম ভাইয়ের মধ্যেই থাক।’ যোগ করেন, ‘এমনি একটু আড্ডা দিয়েছি।’

আর জালাল ইউনুস জানান, তামিম এমনিতেই গল্প করতে গিয়েছিলেন তার রুমে।

তবে তাদের এমন উত্তরে সন্তুষ্ট হতে পারেনি গণমাধ্যম। ফলে মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীতে একটি আয়োজনে শান্তকে পেয়ে ঝেঁকে ধরেন সাংবাদিকরা। ফের একই প্রশ্ন- কী কথা হয়েছে গতকাল তামিমের সাথে? শান্তর সরল উত্তর, ‘সুন্দরভাবে বসে আড্ডা দেয়া হয়েছে। ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কী অবস্থায় উনি আছেন। আমরা বা আমি অধিনায়ক হিসেবে কিভাবে চিন্তা করছি, এসব নিয়ে কথা হয়েছে।’

তবে দেশের সব মানুষের মতো শান্তও চান তামিম দলে ফিরুক। আবার জাতীয় দলের জার্সি গায়ে তার দেখা মিলুক। শান্ত বলেন, ‘আমি তো চাইব, উনি যদি ফিট থাকেন, টি-টোয়েন্টি থেকে যদিও রিটায়ার করেছেন, যদি উনি ফিট থাকেন, যে কোনো ফরম্যাটে এলেই আমরা খুশি হবো। আমার মনে হয়, আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, ক্রিকেটারই খুশি হবে। এটা তো ইচ্ছা। এটা চাওয়া।’

অনেক দেশেই বিশ্বকাপ সামনে রেখে অভিজ্ঞ ক্রিকেটারদের অবসর ভেঙে দলে ফেরানোর নজির আছে। গত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছিলেন বেন স্টোকস। তবে কি তামিমও ফিরতে পারেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে?

শান্তর জবাব, ‘এই মুহূর্তে এই ধরনের চিন্তা-ভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই। দলটা মোটামুটি খুব ভালো থিতুও আছে। আর তামিম ভাইয়ের ফিটনেসেরও একটা ইস্যু আছে। সেসব নিয়েও আমাদের কথা হয়েছে। তবে অবশ্যই দলের প্রয়োজনে যেকোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত।’


আরো সংবাদ



premium cement
ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২

সকল