র্যাংকিংয়ে উন্নতি মোমিনুল-কামিন্দুর; ৯৫তম স্থানে হাসান
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ এপ্রিল ২০২৪, ১৯:৩০
আইসিসি টেস্ট র্যাংকিংয়ে উন্নতি হয়েছে শ্রীলঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিসের। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অপরাজিত ৯২ ও ৯ রানের দারুন ইনিংস খেলেন কামিন্দু। বল হাতে নেন ৩ উইকেট।
এমন পারফরমেন্সের সুবাদে ব্যাটিং তালিকায় ১৮ ধাপ এগিয়ে ৪৬তম স্থানে জায়গা করে নিয়েছেন কামিন্দু। বোলিংয়ে ৪৬ ধাপ এগিয়ে ১১৭তম স্থানে আছেন ক্যারিয়ারে প্রথমবারের মতো ওই টেস্টে বল করা কামিন্দু।
বাংলাদেশীদের মধ্যে ব্যাটিংয়ে উন্নতি হয়েছে মোমিনুল হক, জাকির হাসান ও মেহেদি হাসান মিরাজের। শেষ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৩৩ ও ৫০ রান করার সুবাদে চার ধাপ এগিয়ে কামিন্দুর সাথে যৌথভাবে ৪৬তম স্থানে আছেন মোমিনুল।
জাকিরের ব্যাট থেকে আসে ৫৪ ও ১৯ রান। র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৭৫তম স্থানে উঠেছেন এই বাঁ-হাতি ওপেনার। টেস্টে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮১ রানের ইনিংসের সুবাদে র্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়ে মেহেদী হাসান মিরাজ আছেন ৮৮তম স্থানে।
চট্টগ্রামে অভিষিক্ত টেস্টেই বল হাতে আলো ছড়িয়েছেন পেসার হাসান মাহমুদ। দুই ইনিংসে ৬ উইকেট নেন তিনি। ৯৫তম স্থানে জায়গা করে নিয়েছেন হাসান।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা