১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তানজিমের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে আবাহনীর নয়ে নয়

তানজিমের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে আবাহনীর নয়ে নয় - ছবি : সংগৃহীত

পেসার তানজিম হাসান সাকিবের ক্যারিয়ারের সেরা বোলিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়রথ ছুটছেই বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ৮ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। ২৩ রানে ৫ উইকেট নেন তানজিম।

আবাহনীর হয়ে বাকি পাঁচ উইকেট ভাগাভাগি করে নেন অন্য দুই পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। শরিফুল ২৯ রানে ৩ ও তাসকিন ১৬ রানে ২ উইকেট নেন।

আবাহনীর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২৮ দশমিক ৫ ওভারে মাত্র ৯৯ রানে অলআউট হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের পক্ষে শামীম হোসেন ১৮, শহিদুল ইসলাম ১৭, মাশরাফি বিন মর্তুজা ও ইমরানুজ্জামান ১৫ রান করে করেন।

লিজেন্ডস অব রূপগঞ্জের মিডল অর্ডারে ৩টি ও শেষ দিকে ২ উইকেট নেন ৭ দশমিক ৩ ওভার বল করা তানজিম।

জবাবে ২ উইকেট হারিয়ে ১০ দশমিক ৪ ওভারেই জয় তুলে নেয় আবাহনী। ওপেনার নাইম শেখ ৪ ও তাওহিদ হৃদয় ১০ রানে ফিরলেও, আবাহনীর জয় নিশ্চিত করেন আরেক ওপেনার এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন। মাত্র ১৮ বল খেলে ৫টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মোসাদ্দেক। ২টি চার ও ৪টি ছক্কায় অনবদ্য ৩৭ রান করেন বিজয়।

৯ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আবাহনী।

 


আরো সংবাদ



premium cement