১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অপ্রতিরোধ্য কলকাতা, উড়ে গেল দিল্লি

অপ্রতিরোধ্য কলকাতা, উড়ে গেল দিল্লি - ফাইল ছবি

অপ্রতিরোধ্য গতিতে ছুটছে কলকাতা। এবারের আইপিএলে তুলে নিয়েছে নিজেদের হ্যাটট্রিক জয়। দিল্লিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে শ্রেয়াস আইয়ারের দল। বুধবার ব্যাটে-বলে কোনোখানে পাত্তাই পায়নি ওয়ার্নাররা। দখলে নিয়েছে শীর্ষস্থান।

জয়ের আভাস কলকাতা পেয়েছিল প্রথম ইনিংসের পরই। আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তুলে ছিল নিরাপদ অবস্থানে। টি-টোয়েন্টিতে ২৭২ রান তাড়া করা অবিশ্বাস্যই বটে। পারেনি দিল্লিও, ১৬৬ রানেই শেষ হয় তাদের ইনিংস। ১০৬ রানের বিশাল জয় পায় কলকাতা।

বুধবার বিশাখাপত্তনমে আগে ব্যাট করতে নেমে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে প্রায় পৌঁছে যায় কলকাতা। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ হাতছানি দিয়ে যেন ডাকছিল। তবে শেষ পর্যন্ত তা হয়নি, ৫ রানের জন্যে অক্ষত থাকে হায়দ্রাবাদের ২৭৭ রানের রেকর্ড।

এদিন দলকে উড়ন্ত সূচনা এনে দেন নারিন। মাত্র ৩.৫ ওভারে ৫০ রান তোলে কলকাতা। পঞ্চম ওভারের তৃতীয় বলে ফিল সল্ট যখন ১২ বলে ১৮ রান করে আউট হন, ততক্ষণে কেকেআরের সংগ্রহ দাঁড়ায় ৬০। তবে চলতে থাকে নারিন ঝড়। সাথে যোগ দেন তরুণ অংক্রিশ রঘুবংশীও।

রঘুবংশী ও নারিন মিলে দিল্লির বোলারদের নাভিশ্বাস তুলে দেন। যুগলবন্দীতে ৪৮ বলে ১০৪ রান যোগ করেন দু'জনে। ১৩তম ওভারের তৃতীয় বলে মার্শের বলে বিদায় নেন নারিন। আউট হওয়ার আগে সমান ৭টি করে চার-ছক্কায় খেলেন ৩৯ বলে ক্যারিয়ারসেরা ৮৫ রানের ইনিংস।

নারিনের বিদায়ের পর টেকেননি রঘুবংশীও। পরের ওভারেই এনরিখ নরকিয়ার শিকার হন তিনি। ১৮ বছর বয়সী এই তরুণ মাত্র ২৭ বলে করেন ৫৪ রান। তবে তাতেও কমেনি দিল্লির দূর্দশা। এরপর আন্দ্রে রাসেল, রিংকু সিংও ঝড় তোলেন।

শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটিতে ২৪ বলে ৫৬ রান যোগ করেন রাসেল। ১১ বলে ১৮ রান করে আইয়ার বিদায় নিলে রান উৎসবে যোগ দেন রিঙ্কু। মাত্র ৮ বলে ১ চার ও ৩ ছয়ে ২৬ রানের ক্যামিও খেলেন তিনি। শেষ ওভারে আউট হবার আগে রাসেল খেলেন ১৯ বলে ৪১ রানের ইনিংস। দিল্লির হয়ে ৫৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি।

জবাব দিতে নেমে কলকাতার বোলারদের তোপে পড়ে দিল্লি। ৪.৩ ওভারে মাত্র ৩৩ রানে ৪ উইকেট তুলে নেন স্টার্ক আর বৈভব আরোরা মিলে। আগের দুই ম্যাচে শতাধিক রান দিয়ে উইকেটশূন্য থাকা আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় স্টার্ক ২৫ রানে নিয়েছেন ২ উইকেট।

পর পঞ্চম উইকেটে ৪৭ বলে ৯৩ রানের জুটি গড়েন অধিনায়ক ঋষভ পন্ত ও ট্রিস্টান স্টাবস। ২৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন পন্ত, স্টাবস করেন ৩২ বলে ৫৪। তবে তাদের ইনিংস পার্থক্য গড়তে পারেনি কোনো। আর এখানেই শেষ হয় দিল্লির লড়াই। কেননা এই দুজনের পর আর কেউ দুই অঙ্কও ছুঁতে পারেননি!

বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী নেন ৩টি করে উইকেট। দিল্লি থামে ১৭.২ ওভারে।


আরো সংবাদ



premium cement
৬ বছর পর রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কোম্পানীগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক ১০ ট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অব্যাহত

সকল