টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ এপ্রিল ২০২৪, ১৫:১৯
অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো সিরিজ শেষ হয়নি। আগামীকাল শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। তার আগে আজ ভারত সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
পাঁচটি টি-টোয়েন্টি খেলতে ঈদের পরে বাংলাদেশ সফরে আসছে ভারত নারী দল।
আগামী ২৩ এপ্রিল ঢাকা হয়ে সিলেটে যাবেন হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। এর পাঁচদিন পর শুরু হবে সিরিজের লড়াই। সবকয়টি ম্যাচই হবে সিলেটে। ৩টি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ২টি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে।
২৮ এপ্রিল সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পরের দুই ম্যাচ হবে ৩০ এপ্রিল ও ২ মে। তবে চতুর্থ ম্যাচের আগে তিন দিন বিরতি রাখা হয়েছে। আগামী ৬ মে হবে সিরিজের চতুর্থ ম্যাচ, শেষ ম্যাচটি হবে ৯ মে।
প্রথম দুই ম্যাচ ও শেষ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। তৃতীয় ও চতুর্থ ম্যাচটি হবে দুপুর ২টায়। সিরিজ শেষ করে ১০ মে ফিরে যাবেন ভারতীয় ক্রিকেটাররা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা