১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মায়াঙ্ক যাদব ঝড়ে এবার উড়লো ব্যাঙ্গালুরু

মায়াঙ্ক যাদব ঝড়ে এবার উড়লো ব্যাঙ্গালুরু - ফাইল ছবি

এবারের আইপিএলের বিস্ময় হয়ে উঠেছেন মায়াঙ্ক যাদব। অভিষেকেই গতি দিয়ে আলোচনায় উঠে আসা এই পেসার সব আলো টেনে নিলেন আরো একবার। আবারো জেতালেন দলকে, নিজে জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তার শিকার।

মঙ্গলবার বিরাট কোহলির দলকে উড়িয়ে দিয়েছেন মায়াঙ্ক। ২১ রানের জয় এনে দিয়েছেন নিজ দল লখনৌ সুপার জায়ান্টকে। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮১রান তুলার পর ব্যাঙ্গালুরুকে আটকে দেয় ১৯.৪ ওভারে ১৫৩ রানে। মাত্র ১৪ রানে ৩ উইকেট নেন মায়াঙ্ক।

লখনৌয়ের ইনিংসটা যেন একাই টানেন কুইন্টন ডি কক। এই উইকেটরক্ষক ব্যাটার ওপেনিংয়ে নেমে খেলেছেন ১৭ ওভার পর্যন্ত। ৫৬ বলে ৮১ রান আসে তার ব্যাট থেকে। লোকেশ রাহুল এবং মার্কাস স্টয়নিসরা বেশিক্ষণ সঙ্গ দিতে না পারলেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

রাহুল করেন ১৪ বলে ২০ ও স্টয়নিস ১৫ বলে ২৪ রানের ক্যামিও উপহার দেন। তবে শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন নিকোলাস পুরান। ১ চার ও ৫ ছক্কায় ২১ বলে ৪০* রানের ইনিংস খেলেন তিনি। সুবাদে ১৮১ রান পর্যন্ত পৌঁছায় লখনৌ।

জবাবে শুরুটা ভালোই করে বেঙ্গালুরু। প্রথম ৪ ওভারেই ৩৬ রান করে কোহলি-ডু প্লেসিস জুটি। কিন্তু এরপরই ছন্দপতন। পরের দুই ওভারে ৩ উইকেট হারিয়ে বসে তারা। মনিমরন সিদ্ধার্থ ফিরিয়ে দেন ১৬ বলে ২২ রান করা কোহলিকে। তবে বড় ধাক্কা আসে ৬ষ্ঠ ওভারে।

ওভারের প্রথম বলে রানআউট হয়ে ফেরেন ডু প্লেসি। বেঙ্গালুরু অধিনায়ক করেন ১৩ বলে ১৯ রান। একই ওভারে রানের খাতা খোলার আগে মায়াঙ্ক যাদব ফেরান গ্লেন ম্যাক্সওয়েলকে। এই ধাক্কা শেষ পর্যন্ত আর সামলাতে পারেনি বেঙ্গালুরু।

রজত পাতিদার এক প্রান্তে চেষ্টা করে গেলেও অন্য প্রান্ত থেকে তেমন কোনো সঙ্গ পাননি। ১৫তম ওভারে ২১ বলে ২৯ রান করা পাতিদারকেও ফেরান মায়াঙ্ক। এর আগে ক্যামেরম গ্রীনকেও নিজের শিকার বানান তিনি। শেষ দিকে মাহিপাল লোমোরের ঝোড়ো ১৩ বলে ৩৩ রান হারের ব্যবধানই শুধু কমিয়েছে।

এই নিয়ে আসরে চার ম্যাচের তিনটাতেই হারলো ব্যাঙ্গালুরু।


আরো সংবাদ



premium cement
গদখালীতে শত কোটি টাকার ফুল বিক্রির আশা চাষিদের ‘এখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো?’ প্রশ্ন শহিদ সোহাগের স্ত্রীর ‘বুদ্ধিজীবী হত্যার রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে’ ট্রাম্পের শপথের আগে কিয়েভে হামলা জোরদার মস্কোর মেহেরপুরে ২টি বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার শায়েস্তাগঞ্জে কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা, শীতবস্ত্রের বিক্রি বেড়েছে ১ কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে : রিজভী নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই : মির্জা ফখরুল ‘জাতিকে মেধাশূন্য করতেই ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড’ দ্বিতীয় দফা অভিশংসনের মুখে ইউন সুক

সকল