বিপদে বাংলাদেশ, নেই ৪ উইকেট
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ এপ্রিল ২০২৪, ১২:১২, আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১৪:২০
ভালো শুরুর ধারাটা ধরে রাখতে পারল না বাংলাদেশ। হঠাৎ ধস নেমেছে ইনিংসে, হারিয়েছে পথ। ১ উইকেটে ৯৬ থেকে ১০৫ রানেই নেই ৪ উইকেট। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ধরতে পারেননি হাল।
১ উইকেটে ৫৫ রান নিয়ে সোমবার চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। কোনো বিপদ ছাড়াই ছুঁয়ে ফেলে ৯০- এর ঘর। এরপরই বাঁধে বিপত্তি। বাঁধা হয়ে দাঁড়ান বিশ্ব ফার্নান্দো।
প্রথমে দারুণ খেলতে থাকা জাকির হাসানকে ফেরান তিনি। ফিফটি তুলে জাকির বোল্ড হন ১০৪ বলে ৫৪ রানে। ৯৬ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ভাঙে তাইজুলের সাথে জাকিরের ৪৯ রানের জুটি।
অধিনায়ক শান্ত মাঠে আসেন এরপর। তবে তার মেয়াদ ছিল মাত্র ১১ বল। প্রতাভ জায়সুরিয়ার বলে করুনারত্নেকে ১ রানে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। বড় ধাক্কা খায় বাংলাদেশ।
সেই ধাক্কা কাটিয়ে উঠার আগেই আবার আঘাত আনেন বিশ্ব। এবার ফেরান তাইজুলকে। ৬১ বলে ২২ রানে আউট হন তাইজুল। ১০৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
সেখান থেকে দলকে উদ্ধারের চেষ্টা করছেন সাকিব আল হাসান ও মুমিনুল হক। সাকিব ৫ ও মুমিনুল ব্যাট করছেন ২ রানে।
বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভারে ৪ উইকেটে ১১৫। লিড ভাঙতে এখনো চাই ৪১৬ রান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা