১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিনিয়র আমির ও ইমাদকে সম্মান দেবে : ছেলেকে বাবরের বাবার উপদেশ

বাবার সাথে বাবর - ফাইল ছবি

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব ফিরে পাওয়ার পর ছেলেকে কিছু পরামর্শ দিয়েছেন বাবর আজমের বাবা।

ইনস্টাগ্রামে দেয়া একটি পোস্টে বাবরের বাবা আজম সিদ্দিক জানিয়েছেন, তার ছেলে পাকিস্তানের অধিনায়কত্ব ফিরে পাওয়ায় তিনি কৃতজ্ঞ।

বাবরের বাবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- কর্তৃপক্ষ বাবরকে যথাযোগ্য সম্মান ও স্বীকৃতি দিয়েছে।

তিনি লিখেছেন, এখন একথা ভেসে বেড়াচ্ছে যে- টিমে কি এখন ঠিকঠাক বোঝাপড়া হবে?

এমন পরিস্থিতিতে তিনি বাবরকে পরামর্শ দিয়েছেন যে- কে কী বলল, তা ভুলে যাও, মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম তোমার থেকে অভিজ্ঞ ও সিনিয়র। তাদের সাথে মিলেমিশে থাকো এবং তাদের সম্মান করো।

আজম সিদ্দিক বাবরকে আরো বলেছেন, তুমি আমির ও ইমাদকে সম্মান দাও এবং ১১ ভাই মিলে দুনিয়া জয় করো।

সূত্র : জিও নিউজ

 

 


আরো সংবাদ



premium cement

সকল