পাকিস্তান প্রথমবারের মতো আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ মার্চ ২০২৪, ১৭:৫৯
প্রথমবারের মতো আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। আগামী মে মাসে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে উপমহাদেশের দলটি। ইতোমধ্যে সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ডাবলিনের ক্যাসল এভিনিউয়ে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০, ১২ ও ১৪ মে।
এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র একবার মুখোমুখি হয়েছে পাকিস্তান-আয়ারল্যান্ড। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ওই ম্যাচে পাকিস্তান ৩৯ রানে হারিয়েছিল আইরিশদের।
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সংক্ষিপ্ত ভার্সনে ১২টি ম্যাচ খেলবে পাকিস্তান। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত পাঁচ ম্যাচের সিরিজ শেষে আয়ারল্যান্ড সফরে যাবে পাকিস্তান। আয়ারল্যান্ড সফর শেষে ২২ মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা