১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে - ফাইল ছবি।

নতুন বছরের শুরুতেই বাংলাদেশের মাটিতে পূর্ণ তিন ফরম্যাটের সিরিজ খেলছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর এবার দুই দল মুখোমুখি হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজে। যেখানে সিলেট টেস্টে ভরাডুবির পর দ্বিতীয় টেস্ট ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ। তবে এই টেস্টের আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ড্রেসিংরুমে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ব্যক্তিগত কারণে জরুরি ভিত্তিতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন এই লঙ্কান কোচ।

বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঠিক কী কারণে তিনি দলের সাথে থাকছেন না সেটি তারা খোলাসা করেনি। ব্যক্তিগত কারণে হাথুরুসিংহে যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানিয়েছে বিসিবি।

বিসিবি বলছে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩০ মার্চ ম্যাচটি শুরু হবে চট্টগ্রামে। ব্যক্তিগত কারণে প্রধান কোচ অস্ট্রেলিয়া যাচ্ছেন, দ্রুতই তাকে বাংলাদেশ ছেড়ে যেতে হচ্ছে। হাথুরুসিংহের অনুপস্থিতিতে ওই সময় সহকারী কোচ নিক পোথাস প্রধান কোচের দায়িত্ব সামলাবেন।’

৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হেরেছে শান্তর দল। সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশ দলকে চট্টগ্রাম টেস্টে জিততে হবে।

 


আরো সংবাদ



premium cement