১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে ডাক পেলেন আমির, ইমাদ ও উসমান

মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম - ফাইল ছবি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ভেঙে খেলায় ফেরার পরপরই পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে ডাক পেলেন পেসার মোহাম্মদ আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২৯ জন ক্রিকেটারকে নিয়ে আজ থেকে দেশটির সেনাবাহিনীর ক্যাম্প কাকুলে অনুশীলন পর্ব শুরু করছে পাকিস্তান।

অনুশীলন ক্যাম্পে রাখা হয়েছে সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর তুলে নেয়া আমির ও ইমাদকে। এছাড়াও রাখা হয়েছে সদ্যই ইনজুরি থেকে সুস্থ হওয়া পেসার হারিস রউফ এবং পাকিস্তানের বংশোদ্ভুত সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার উসমান খানকে।

আরব আমিরাতের হয়ে এখনো খেলেননি উসমান। কারণ আইসিসির নিয়মনুসারে তিন বছর আরব আমিরাতে অবস্থান করলেই জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে পারবেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে এখনো ১৪ মাস অপেক্ষা করতে হবে উসমানকে।

এর আগে নিজ দেশ পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্পে ডাক পেলেন সদ্যই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসে বিদেশী কোটায় হয়ে খেলা উসমান। পিএসএলে ৭ ইনিংসে দুই সেঞ্চুরিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান করেন তিনি।

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলের পরিকল্পনায় উসমানকে রেখেছে পাকিস্তান। এজন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে সুযোগ পেতে পারেন ২টি প্রথম শ্রেণি, ১টি লিস্ট ‘এ’ এবং ৩৬টি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচ খেলা উসমান। ২০২২-২৩ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন তিনি।

পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে ডাকা পাওয়া ক্রিকেটারদের তালিকা
আমির জামাল, আবরার আহমেদ, আজম খান, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসিবুল্লাহ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইরফান খান, মেহরান মুমতাজ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, সাউদ সাকিল, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমা মীর, উসমান খান, জামান খান।


আরো সংবাদ



premium cement
র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

সকল