১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সেনাবাহিনীর সাথে প্রশিক্ষণের জন্য দল ঘোষণা পাকিস্তানের

- ছবি : নয়া দিগন্ত

পাকিস্তান ক্রিকেটারদের ফিটনেস সমস্যা নতুন কিছু নয়। ভারত বিশ্বকাপেও যা চোখে পড়েছে বেশ ভালোভাবেই। তবে সেই সমস্যা কাটিয়ে উঠতে অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর-রিজওয়ানদের পাঠাচ্ছে সেনাবাহিনীর অধীনে প্রশিক্ষণে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান মহসীন নাকভি ফিটনেস নিয়ে হার্ডলাইনে। ক’দিন আগেই জানিয়েছিলেন, ক্রিকেটারদের ফিটনেসের মান উন্নয়নে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ ক্যাম্পের ব্যবস্থা করেছেন তিনি। এবার প্রকাশ পেল কারা কারা ঠাঁই পেয়েছেন বিশেষ এই ক্যাম্পে।

বেশ বড় বড় চমক নিয়েই ঘোষণা করা হয়েছে ক্যাম্পে অংশগ্রহণকারী ২৯ ক্রিকেটারদের নাম। সম্প্রতি অবসর ভেঙে জাতীয় দলে ফেরার বার্তা দেয়া ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির থাকছেন ট্রেনিংয়ে। আরো আছেন অভিমানে দেশের হয়ে না খেলার ঘোষণা দেয়া উসমান খানও। বিশ্বকাপের কথা মাথায় রেখে এই প্রশিক্ষণের আয়োজন করেছে পিসিবি।

উল্লেখ্য, গতকাল সোমবার থেকে আগামী সোমবার (৮ এপ্রিল) পর্যন্ত কাকুল সেনাবাহিনী ক্যাম্পে প্রশিক্ষণ নেবেন বাবর-রিজওয়ানরা।

সেনাবাহিনীর প্রশিক্ষণে ডাক পাওয়া ২৯ ক্রিকেটার হলেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, সাহেবজাদা ফারহান, হাসিবুল্লাহ, সৌদ শাকিল, উসমান খান, মোহাম্মদ হারিস, সালমান আলি আগা, আজম খান, ইফতিখার আহমেদ, ইরফান খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, উসামা মীর, মোহাম্মদ নেওয়াজ, মেহরান মুমতাজ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আলী, জামান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আমির জামাল, হারিস রউফ ও মোহাম্মদ আমির।


আরো সংবাদ



premium cement

সকল