২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মহররম ১৪৪৬
`

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ পড়লেন তামিম

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ পড়লেন তামিম - ফাইল ছবি।

বাংলাদেশের ক্রিকেটে আজ একসাথে অনেকগুলো সিদ্ধান্ত এসেছে। সেগুলোর অন্যতম একটি হলো- কেন্দ্রীয় চুক্তি। আগামী এক বছরের জন্য ২১ জন ক্রিকেটারকে কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ করেছে বিসিবি। যেখানে বাদ পড়তে পড়তে জায়গা চুক্তিতে করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং বাদ পড়েছেন তামিম ইকবাল খান।

একইসাথে নতুন করে কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব। দারুণ খেলতে থাকার ফল হিসেবেই এই দুই ক্রিকেটারকে যুক্ত করেছে বিসিবি। এছাড়া গত বছরের চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, তামিম ইকবাল ও ইবাদত হোসেন।

মাহমুদউল্লাহ রিয়াদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সেই শঙ্কার মেঘ উড়িয়ে জায়গা করে নেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে শুধুমাত্র ওয়ানডেতে রাখা হয়েছে এই তাকে। টি-টোয়েন্টিতে তার ওপর আস্থা রাখতে পারেনি বোর্ড। আর টেস্টকে ইতোমধ্যেই বিদায় জানিয়েছেন তিনি।

একনজরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি (২০২৪)

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি : সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডে : মুশফিকুর রহিম।

ওয়ানডে ও টি-২০ : তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

টেস্ট : মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, নাঈম হাসান।

ওয়ানডে : মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি : নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান।

 


আরো সংবাদ



premium cement
গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের রাজপথে লাখো মানুষের বিক্ষোভ সেতু ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজুসহ গ্রেফতার ১৭ ঢাকায় গুলিবিদ্ধ শিবলুর লাশ ফেনীতে দাফন দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা : প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্যের জবাবে যা বললেন ইরানের প্রেসিডেন্ট রেমিট্যান্স ও প্রবাসীদের দেশে ফেরা নিয়ে অপপ্রচার হচ্ছে : পলক অস্ত্রবিরতির জন্য হ্যারিসের আহ্বান, সমালোচনায় ইসরাইলি কট্টরপন্থিরা আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী ‘ছুরি দিয়ে গলাকেটে হত্যা করার পর হাত-পা বেঁধে ফেলেছি’

সকল