২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ০৭ জিলকদ ১৪৪৪
`

দল ঘোষণায় সাকিবের অভাববোধ করছে নির্বাচকরা

দল ঘোষণায় সাকিবের অভাববোধ করছে নির্বাচকরা। - ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসানের সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। তাকে ছাড়াই দল একাদশ সাজাতে হবে নির্বাচকদের। বিশ্বসেরা এ অলরাউন্ডারের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে টিম ম্যানেজমেন্ট। নির্বাচক হাবিবুল বাশার সুমন স্পষ্টই বলে দিলেন, ‘সাকিব না থাকা মানে একজন ক্রিকেটার কম নিয়ে খেলা।’

বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন নির্বাচক হাবিবুল বাশার সুমন। এ সময় তার কথায় উঠে আসে সাকিব না থাকার বিষয়টা। তিনি স্পষ্টই সাকিবকে ‘দু’জনের সমান’ বলে উল্লেখ করে বলেন।

তিনি বলেন, ‘সাকিব না থাকলে একটা প্লেয়ার কমে যায়। সে থাকলে একটা বাড়তি সুবিধা পাই। একজন বাড়তি ব্যাটার ও বোলার বেশি নিয়ে খেলতে পারি। অবস্থা অনুযায়ী আমরা তা করে থাকি। ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছে, যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব।’

সিরিজের একমাত্র টেস্টে আগামী ১৪ জুন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এখনো ঘোষণা হয়নি ওই টেস্টের বাংলাদেশ দল। তবে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না তা এক প্রকার নিশ্চিতই।

বিশ্বিসেরা এ অলরাউন্ডারের অভাব যে পূরণ হওয়ার নয়, তা সবার জানা। এদেশের ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটেও তিনি ক্ষণজন্মা। তাই তো তার বিকল্প নয়, নির্বাচকরা খুঁজছেন সম্ভাব্য সেরা অপশনটাই।

সাকিবকে মিস করলেও তাইজুল আর মিরাজে সমাধান খুঁজে নিতে চান সুমন। একই সাথে পেসারদের উচ্ছ্বসিত প্রশংসাও করেন তিনি। সুমন বলেন, ‘সাকিবের বোলিং তো অবশ্যই মিস করব। কিন্তু তাইজুল-মিরাজ আছে, তারাও যথেষ্ট ভালো বল করে টেস্টে। তবে আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা অনেক ভালো।’

চলতি মাসের শেষ দিকে আফগান সিরিজের জন্য দল ঘোষণা করবেন উল্লেখ করে সুমন বলেন, ‘আমাদের যা দরকার তা নিয়ে অনেক আগেই চিন্তা-ভাবনা হয়েছে। এ দলের খেলা চলছে, আমরা তা দেখছি। আমাদের কোচ আসবেন ৩ তারিখ। তাই এ মাসের শেষের দিকে দলটা হয়ে যাবে।’


আরো সংবাদ


premium cement
ডর্টমুন্ডকে অপেক্ষায় রেখে বায়ার্নের টানা ১১তম শিরোপা জয় লাইব্রেরিতে বই ফেরত এলো ১০০ বছর পরে! জরিমানা দেড় লাখ টাকা আইপিএলের ফাইনাল দেখতে যাচ্ছেন না বিসিবি সভাপতি আইপিলের ফাইনাল আজ, কঠিন লড়াইয়ের পূর্বাভাস পাকিস্তানে তুষার ধসে নিহত ১১ ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষান্মাসিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ চকরিয়ায় তৃণমূলকে শক্তিশালী করে নির্বাচনের প্রস্তুতি নাও : রওশন এরশাদ সিলেবাস থেকে বাদ যাচ্ছে ‘সারে জাঁহা সে আচ্ছা’র কবির জীবনী দেশের অর্থনীতি স্মরণকালের মধ্যে সবচেয়ে খারাপ সময়ে : সিপিডি গাজীপুরে পরাজয়, ৪ সিটি নিয়ে সতর্ক আওয়ামী লীগ আইপিএলে চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি

সকল