০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১,
`

সাকিব-সোহানদের নতুন কোচ তাতেন্দা তাইবু!

সাকিব-সোহানদের নতুন কোচ তাতেন্দা তাইবু! - ছবি : নয়া দিগন্ত

সাকিব আল হাসান, নুরুল হাসান সোহানদের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলা টাইগার্স। আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার তাতেন্দা তাইবু।

শুক্রবার ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেইজে এই সংবাদ জানায় বাংলা টাইগার্স।

এবারে টি-টেন লিগে বাংলা টাইগার্সে আইকন ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। আর দলটি প্লেয়ার ড্রাফট থেকে কিনে নেয় নুরুল হাসান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরীকে। এই তিন বাংলাদেশী এবার খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। সেই দলেরই সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তাতেন্দা তাইবু।

এছাড়া দলটির মেন্টর হিসেবে আছেন বাংলাদেশের ‘ক্রিকেট গুরু’ খ্যাত নাজমুল আবেদিন ফাহিম। প্রধান কোচ হিসেবে গত বছরের ন্যায় এবারো বাংলাদেশের আফতাব আহমেদকেই রাখার কথা থাকলেও শোনা যাচ্ছে দলটি নিয়োগ দিতে পারে স্টুয়ার্ড ল'কে। রিচার্ড স্টয়ানিরের কথা ফিল্ডিং কোচ হিসেবে শোনা গেলেও এখন শোনা যাচ্ছে পল নিক্সনকে দেখা যেতে পারে এই ভূমিকায়। বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে শন টেইটকে।


আরো সংবাদ



premium cement