১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশকে ১৮৫ রানের বড় লক্ষ্য দিলো ভারত

বাংলাদেশকে ১৮৫ রানের বড় লক্ষ্য দিলো ভারত - ছবি : সংগৃহীত

অ্যাডিলেড ওভালে আজ টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতীয় কাপ্তান রোহিত শর্মাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সাকিব। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় ভারত। বিরাট কোহলি খেলেন হার না মানা ৪৪ বলে ৬৪ রানের ইনিংস।

তৃতীয় ওভারেই তাসকিনের বলে জীবন পেয়েছিলেন রোহিত শর্মা। তবে জীবন পাওয়াটা উপভোগ করতে পারেননি তিনি, জীবনদাতা হাসান মাহমুদই নিভিয়েছেন তার জীবন প্রদীপ। রোহিত ফিরেছেন ৮ বলে মাত্র ২ রানে। লোকেশ রাহুল ব্যাট চালালেও পাওয়ার প্লেতে ৩৭ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। পরের ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে চেপে ধরা তাসকিনের ওভার শেষ হলে ধীরে ধীরে স্বরূপে ফিরে আসে ভারত।

বিরাট কোহলিকে সাথে নিয়ে এবার পাল্টা আক্রমণ চালান লোকেশ রাহুল। সাকিবের শিকার হবার আগে রাহুল খেলেন ৩২ বলে ৫০ রানের ইনিংস। তবে রানের গতি কমেনি ভারতের, সাকিবের বলে একাধিক সুযোগ পেয়ে সূর্য কুমার যাদব তার ব্যাটিং প্রদর্শনী করতে থাকে। তবে সেই সাকিবের শিকার হয়েই ফিরেন তিনি, যাবার আগে খেলেন ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস।

এদিন দাঁড়াতে পারেননি হার্দিক পান্ডিয়া। ৬ বলে ৫ রানে হাসান মাহমুদের দ্বিতীয় শিকার তিনি। তবে একপ্রান্ত আগলে তখনো দাঁড়িয়ে বিরাট কোহলি। ১৭ ওভারেই ১৫০ রানের মাইলফলক পেরিয়ে যায় ভারত। মাঝে রান আউটের শিকার হন দীনেশ কার্তিক। ১৯ তম ওভারে অক্ষর প্যাটেলকে নিজের তৃতীয় উইকেটের দেখা পেলেও ৪৭ রান দিয়েছেন হাসান মাহমুদ। আরেক পেসার শরিফুল ৪ ওভারে দিয়েছেন ৫৭ রান।


আরো সংবাদ



premium cement