১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


এই সিরিজে আমরা করে দেখিয়েছি : তামিম

এই সিরিজে আমরা করে দেখিয়েছি : তামিম - ছবি : এএফপি

এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে কোনো ম্যাচ জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশ দলের। তিন ফরম্যাটে ১৯ ম্যাচ খেলে হেরেছিল সবকটিতে। এমনকি দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা ১৪ ওয়ানডের কোনোটিতেই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ দল। সেখানেই কি-না এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ইতিহাস গড়ে সিরিজ জয়ের পর অধিনায়ক তামিম ইকবাল বলছেন, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম বলেন, ‘এটি অনেক বড় (অর্জন)। এটি খুব সম্ভবত আমার ক্যারিয়ারের, আমাদের ক্যারিয়ারের, আমরা চারজন সিনিয়র আছি ১৫ বছর ধরে খেলছি, আমাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়গুলোর একটি। আমি এই সিরিজ জয়কেই সবার ওপরে রাখবো। এটি অনেক বড় জয়। দ্বিতীয়ত এটি আমাদের বিশ্বাস জোগাবে যে আমরা বিদেশে ট্যুর করলে শুধুই হারবো না, আমরা ম্যাচ জিততে পারি, সিরিজ জিততে পারি। এই সিরিজ জয় অবশ্যই সেই আত্মবিশ্বাস দেবে দলের সবার।’

সঙ্গে যোগ করেন তামিম, ‘ওয়ানডে ক্রিকেটে আমাদের অনেক গর্ব। আমরা বিশ্বাস করি এই ফরম্যাটে আমরা অনেক ভালো দল। আমাদের হোম সিরিজে বিশ্বের সব দলকেই হারিয়েছি। আমার মতে, এই ফরম্যাটে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি এবং গত ৫-৬ বছর ধরেই খুব ভালো করছি। বিদেশে জেতাই বাকি ছিল। এই সিরিজে আমরা তা করে দেখিয়েছি।’

সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে বাংলাদেশের ৯ উইকেট আর ১৪১ বল হাতে রেখে পাওয়া জয়ে তামিম ইকবাল অনবদ্য ব্যাটিংয়ে খেলেছেন অপরাজিত ৮৭ রানের ইনিংস। তবে তার আগে জয়ের মূল ভিতটা গড়ে দিয়েছেন তাসকিন আহমেদ। প্রোটিয়াদের ১৫৪ রানে গুড়িয়ে দিতে একাই নিয়েছেন পাঁচ উইকেট। সব মিলিয়ে ৩ ম্যাচে ৮ উইকেট তাসকিনের। সিরিজ সেরার পুরস্কার হাতে উঠেছে তার।

সিরিজ শেষে অধিনায়কের প্রশংসায় ভাসলেন তাসকিন, ‘আমি দারুণ গর্বিত, বিশেষ করে বাংলাদেশী পেসার হিসেবে ম্যাচ ও সিরিজ সেরা হওয়াটা দারুণ। আমি সব কোচকে ধন্যবাদ দিতে চাই যারা ফাস্ট বোলারদের সঙ্গে কাজ করেছেন। তারা দারুণ কাজ করেছেন। এটা আমাদের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। এটা দারুণ জয়।’

দেখুন:

আরো সংবাদ



premium cement