১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


শত রানের জুটির ভাঙন, সাকিবের পর ইয়াসিরের বিদায়

- ছবি - সংগৃহীত

তিন উইকেট হারানোর পর শক্ত জুটি পেয়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসান আর তরুণ ইয়াসির আলীর ব্যাটে ভর করে শত রান যুক্ত হয়েছিল। হাফ সেঞ্চুরি করেছিলেন সাকিব ও ইয়াসির আলী। কিন্তু এ জুটির ভাঙন ধরালেন এনগিডি। শতক থেকে কিছুটা পথ দূরে থাকতেই সাজঘরে ফিরলেন সাকিব। ৬৪ বলে ৭৭ রান করেন তিনি।

এরপর সাজঘরে ফিরেন ইয়াসির আলী। অর্ধশত করে কাগিসো রাবাদাকে পুল করে ছক্কা হাকাতে চেয়েছিলেন ইয়াসির। টাইমিং করতে পারেননি, সহজ ফিরতি ক‍্যাচ নেন বোলার। ৪৪ ওভারে দুই ছক্কা ও চারটি চারে ইয়াসির করেন ৫০ রান।

৪৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ এখন ৫ উইকেটে ২৪৩। ক্রিজে মাহমুদুল্লাহর সঙ্গী আফিফ হোসেন।


আরো সংবাদ



premium cement