২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


নিগারদের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপে প্রথম জয়ের পর উজ্জীবিত বাংলাদেশের মেয়েরা। - ফাইল ছবি

টানা দুই হারের পর পাকিস্তানের বিরুদ্ধে স্মরণীয় জয়। অভিষেক ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়ের পর উজ্জীবিত বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শুক্রবার ভোরে মাঠে নামছে নিগার বাহিনী। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে ও নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এমন অবস্থাতেই অভিষেক বিশ্বকাপে প্রথম জয়ের সন্ধানে গত ১৪ মার্চ হ্যামিল্টনে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। বাংলাদেশ জেতে ৯ রানে।

টুর্নামেন্টে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার মিশনে এবার বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম ৪ ম্যাচে ২টি করে সমান জয় ও হারে ৪ পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের। তারা আছে টেবিলের পঞ্চম স্থানে। তিন ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে বাংলাদেশ। ৪ ম্যাচে সবগুলো জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেনি বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনবার খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। তাই এবারই প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ নারীদের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

দেখুন:

আরো সংবাদ



premium cement