১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


অশান্ত শান্তর বিদায়

-

ক্রিজে এসেই মারমুখী মেজাজে ব্যাট চালাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল সাজঘরে ফেরার পর লিটন দাসের সঙ্গী হয়েছিলেন তিনি। এই জুটি দ্রুত রান তুলে নিচ্ছিলো। লিটনের ফিফটির পর ছক্কা হাঁকান শান্ত। ৩৮ বলের ইনিংসে দুই ছক্কা আর একটি বাউন্ডারি মেরে ২৯ রান করেন এই তরুণ। কিন্তু দলীয় ১৪০ রানেই তিনোতেন্ডা মুতমবুদজির বলে সাজঘরে ফিরেন।

এখন ক্রিজে এসেছেন মুশফিকুর রহিম। জুটি বেধেছেন লিটন দাসের সাথে।

বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪৯ রান। সেঞ্চুরির পথে লিটন। ৭৮ বলে ৯টি বাউন্ডারি ও একটি ছক্কায় ৮৬ রান করেছেন তিনি। আর ৬ রান করেছেন মুশফিক।

এর আগে টস জিতে দুপুর ১টায় সিলেট স্টেডিয়ামে ব্যাট করতে নামে বাংলাদেশ। এ নিয়ে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হলো এই স্টেডিয়ামে। এর আগে সিলেটের অভিষেক ম্যাচটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯৯ রানের টার্গেট বাংলাদেশ দল অতিক্রম করে ফেলে ৬৯ বল হাতে রেখেই। খরচ হয়েছিল মাত্র ২ উইকেট।

সিলেট স্টেডিয়ামের প্রথম ওয়ানডে জয়ী অধিনায়ক ছিলেন মাশরাফি। হতে পারে দেশের হয়ে এটিই তার শেষ ওয়ানডে সিরিজ।

এক বছরেরও বেশি সময় পর আজ দেশের মাটিতে ওয়ানডে খেলতে নেমেছে টাইগাররা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে ওয়ানডে খেলেছিল মাশরাফিরা। এরপর থেকে ২০টি ওয়ানডে ম্যাচ খেললেও দেশের মাটিতে আর খেলা হয়নি।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।


আরো সংবাদ



premium cement
স্কুলছাত্র অন্তর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার ‘ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী প্রার্থী বাছাই হয়ে গেছে’ এখনো ম্যান সিটি প্রিমিয়ার লিগের শিরোপা জিতেনি, গার্দিওলার সতর্কবাণী সাউথ পয়েন্টে কারাতে বেল্ট বিতরণ আচরণবিধি ভঙ্গ করলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে : ইসি আহসান হাবিব গাজায় ১০ দিন ধরে চিকিৎসা সামগ্রী পাওয়া যাচ্ছে না মুন্সীগঞ্জের মধ্য কোর্টগাঁও এলাকার পুকুর থেকে লাশ উদ্ধার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি শীর্ষ সন্ত্রাসী মামুন ঢাকা থেকে গ্রেফতার ছয় আরব দেশকে গাজায় টেনে আনছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে : প্রশ্ন কাদেরের

সকল