১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বিদায় নিলেন মুমিনুল

-

মুশফিকুর রহিম ও মুমিনুল হকের শক্ত জুটি ভাঙলেন জিম্বাবুয়ের আইসলে নলভু। সাজঘরে ফেরালেন মুমিনুলকে। ব্যক্তিগত ১৩২ রানে সাজঘরে ফিরেন অধিনায়ক।

এখন ক্রিজে এসেছেন মোহাম্মদ মিথুন। জুটি বেধেছেন মুশফিকের সাথে।

বাংলাদেশের সংগ্রহ এখন ৪ উইকেটে ৩৯৪ রান।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম। ২২২ রানের পার্টনারশিপ গড়েন তারা।

সকালে প্রথম সেঞ্চুরি করেন মুমিনুল হক। অধিনায়ক হিসেবে আজ প্রথম শতক করেছেন তিনি। ১৫৬ বলে ১২টি বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি।

মধ্যাহ্ন বিরতির পর সেঞ্চুরি করেন মুশফিকর রহিম। এটি তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। ১৬০ বলে সেঞ্চুরি করেছেন তিনি। ১৭টি বাউন্ডারি দিয়ে সেঞ্চুরি সাজিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এখন ব্যাট করছেন ১২৭ রান নিয়ে।


আরো সংবাদ



premium cement

সকল