১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


লেগ স্পিনার না খেলানোয় দুই কোচ বরখাস্ত করল বিসিবি

- ছবি : সংগৃহীত

লেগ স্পিনারের শূন্যতা দূর করতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটিরই অংশ হিসেবে বিসিবি জাতীয় লিগে লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করেছে। নির্দেশনা আছে, হাতে লেগ স্পিনারও আছে অথচ জাতীয় লিগের দুই রাউন্ডে কোনো লেগ স্পিনার খেলায়নি ঢাকা ও রংপুর বিভাগ। শাস্তি হিসেবে দুই দলের দুই কোচকে বরখাস্ত করেছে বিসিবি।

এবার জাতীয় লিগে লেগ স্পিনার আছেন ঢাকা বিভাগের দলে। টানা দুই ম্যাচে তাঁকে একাদশে রাখেনি দলটির কোচ জাহাঙ্গীর আলম। রংপুর বিভাগের কোচ মাসুদ পারভেজ তো স্কোয়াডেই রাখেননি আরেক লেগ স্পিনার রিশাদ হোসেনকে। এ নিয়ে বিস্ময়ের শেষ নেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের, ‘মানসিকতা দেখেন, আমরা লেগ স্পিনার হন্যে হয়ে খুঁজছি। আর এত বলার পরও স্কোয়াডেই রাখেনি রিশাদকে। ওকে কদিন আগে আমরা শ্রীলঙ্কায় নিয়ে গেছি। অথচ বিভাগীয় দলে সুযোগ দেয়া হচ্ছে না।’

দুই লেগ স্পিনারকে কেন উপেক্ষা করা হলো এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সামনে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘দেখেন আমরা লেগ স্পিনার নিয়ে এত কথা বলছি, এনসিএলে (জাতীয় লিগ) লেগ স্পিনার রিশাদকে এখনো খেলানো হয়নি। লিখনকেও (জুবায়ের) খেলানো হয়নি। এত কিছু বলার পরও...। আমরা আপাতত যেটা করেছি সেটা হলো এনসিএলে কেন খেলায়নি লেগ স্পিনারদের, দুই কোচকে তলব করা হয়েছে আজকে। জানতে চাইব বলার পরেও কেন খেলানো হলো না।’

ব্যাখ্যা তো দিতেই হবে দুই কোচকে। সন্ধ্যায় বিসিবি খুব দ্রুত তাঁদের বাদ দিয়ে নতুন দুই কোচকে দায়িত্ব দিয়েছে বলে নিশ্চিত করেছেন বোর্ডের একটা সূত্র। ঢাকা বিভাগের কোচ হিসেবে জাহাঙ্গীরের জায়গায় দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সেলিম আর রংপুরের মাসুদকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছে জাফরুল এহসান। দুজন এরই মধ্যে ভেন্যুতে রওনা দিয়েছে বলে জানালেন বিসিবির দায়িত্বশীল এক কর্মকর্তা।

ভারতের ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে চায় বাংলাদেশ। সে কারণে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা করতে চায় বিসিবি। নাজমুলের বক্তব্য, ‘নতুন খেলোয়াড়ের সন্ধানে নেমেছি। অনেক পরীক্ষা-নিরীক্ষা হবে, এতদিন শুধু জেতার জন্য খেলেছি। এখন কিন্তু আমরা পরীক্ষা করব। অনেক কিছু হচ্ছে, হবে; তাতে সাময়িকভাবে মনে হবে এটা কেন হচ্ছে, এটা কেন করছি।’


আরো সংবাদ



premium cement
অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ানে পদক জেতার আশা সৌদি আরবের ভালুকায় কারখানা শ্রমিকের মৃত্যু ইসরাইলের ব্যাপক ক্ষতি করেছে হিজবুল্লাহ, স্বীকার প্রতিরক্ষামন্ত্রীর ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার : প্রধান বিচারপতি তৃতীয় শ্রেণির ছাত্রীকে চকলেট খাওয়ানোর প্রলোভনে যৌন নিপীড়নের অভিযোগ এবার কি যুক্তরাষ্ট্র-ব্রিটেনও ভারতীয় মশলা থেকে মুখ ফিরিয়ে নেবে? গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজির শিশুদের নিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো আফগানিস্তান (ভিডিও) গাজা যুদ্ধ শেষ করতে হামাস প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র! জামালপুরে ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁশ পাইলিং শঙ্কার মুখে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজ

সকল