১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


পাকিস্তানে পক্ষ হয়ে খেলবে আমিরের মেয়ে 

আমিরের অবসর প্রসঙ্গে যা বললেন তার স্ত্রী

আমিরের অবসর প্রসঙ্গে যা বললেন তার স্ত্রী - ছবি : আমিরের স্ত্রীর টুইটার থেকে সংগৃহীত

পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমিরের বয় এখন ২৭। এই বয়সেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তারকা এই পেসারের এই সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ বলছেন, দেশ প্রেম কম থাকার কারনেই এ্ররকম সিদ্ধান্ত নিয়েছেন আমির। কেউ কেউ বলছেন, বাঁহাতি এ পেসার পাকিস্তান ছেড়ে পাড়ি জমাবেন ইংল্যান্ডে এবং সে দেশের জাতীয় দলে খেলার কথা ভাবছেন তিনি। এ খবর ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই সমালোচনার মাত্রা বেড়ে যায় বহুগুণে।

যা আর সহ্য করতে পারছিলেন না আমিরের সহধর্মিনী নার্জিস আমির। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কথা বলেছেন নিজের স্বামীর পক্ষে। পরিষ্কার করেছেন আমির ও তার পরিবারের অবস্থান।

বিস্তারিত এক বার্তায় নার্জিস লিখেছেন,‘যদিও আমাদের কাউকে কিছু বলার দরকার নেই। তবু যারা আমার স্বামীকে সমর্থন করে, তার জন্য দোয়া করে তাদের উদ্দেশ্যে বলছি, আমিরের ইংল্যান্ড বা অন্য কোনো দেশে খেলার কোনো প্রয়োজন নেই। সে একজন গর্বিত পাকিস্তানি এবং নিজ দেশের হয়ে খেলতে ভালোবাসে।’

নার্জিস আরও জানান, শুধু আমিরই নয়, সময় হলে তাদের মেয়ে মিনসা আমিরও পাকিস্তানের হয়েই খেলবে। যদি সে চায়। আমিরের স্ত্রী লিখেন, ‘শুধু আমার স্বামীই নয়, তার কন্যা মিনসাও যদি কখনো ক্রিকেট খেলতে চায়, তাহলে অবশ্যই বাবার মতো পাকিস্তানের হয়েই খেলবে।’

এসময় টেস্ট থেকে অবসর নেয়ার কারণটাও পরিষ্কার করার চেষ্টা করেন আমিরের স্ত্রী। তিনি লিখেন, ‘আমির শুধু টেস্ট ক্রিকেট থেকেই অবসর নিয়েছে, সবধরনের ক্রিকেট থেকে নয়। সে এমনটা করেছে যাতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আরও মনোযোগ দিতে পারে এবং দেশকে আরও গর্বিত করতে পারে। আমি সকল নেতিবাচক মানুষের হেদায়েত কামনা করছি যাতে আল্লাহ আপনাদের মাঝে ইতিবাচকতা দিয়ে দেন।’

নিজের স্ত্রীর এমন বার্তায় খুশি হয়েছেন আমির নিজেও। নার্জিসের বার্তার নিচে মন্তব্যের ঘরে আমির লিখেছেন, ‘ভালো লিখেছো, বেগম।’


আরো সংবাদ



premium cement
এভারেস্ট জয় করলেন বাবর আলী বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম

সকল