১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ব্যাটিং-বোলিংয়ে রাজত্ব করেই জিতলো কিংস

-

ব্যাটিং এবং বোলিং - দুই বিভাগেই দুর্দান্ত পারফরমেন্স করে কুমিল্লা ভিক্টোরিয়ানাসকে হারালো রাজশাহী কিংস। নিজেদের অষ্টম ম্যাচে কুমিল্লাকে ৩৮ রানে হারিয়ে পঞ্চম জয় তুলে নিলো মেহেদী হাসান মিরাজের দল।

রাজশাহীর দেয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বোলারদের তোপের মুখে পড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কামরুল ইসলাম রাব্বির বোলিং তাণ্ডবে বেশিক্ষণ কোনো ব্যাটসম্যানই ক্রিজে টিকতে পারছিলেন না।

তিন ওভারে মাত্র ১০ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন রাব্বি।

এছাড়া রায়ান টেন ডসেট, কায়েস আহমেদ দুটি করে উইকেট শিকার করেন।

কুমিল্লার হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন এনামুল হক।

এর আগে মিরপুর শেরে বাংলায় টস হেরে ব্যাট হাতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রাজশাহী কিংস। ২৮ রানের ব্যবধানে উপরের সারির তিন ব্যাটসম্যানকে হারায় তারা। ওপেনার শাহরিয়ার নাফীস ৫, অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ০ ও মার্শাল আইয়ুব ২ রান করে ফিরে যান।

৩৭ বলের মধ্যে তিন ব্যাটসম্যানকে হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় রাজশাহী। এ অবস্থায় দলকে লড়াইয়ে ফেরান দুই বিদেশী ইভান্স ও ডসেট। চতুর্থ উইকেটে ব্যাট হাতে জ্বলে উঠেন তারা। দারুণ বোঝাপড়া গড়ে উঠে ইভান্স ও ডসেটের মধ্যে। তাই শুরুর ধাক্কা ভুলে বড় স্কোরের পথ পেয়ে যায় রাজশাহী।

দলকে ভালো স্কোর এনে দিতে গিয়ে ইনিংসের শেষ ওভারে এবারের আসরের প্রথম ও নিজের টি-২০ ক্যারিয়ারেও প্রথম সেঞ্চুরি করে দেখান ইভান্স। নিজের মুখোমুখি হওয়া ৬১তম বলে সেঞ্চুরি করেন ইভান্স। শেষ পর্যন্ত নয়টি চার ও ছয়টি ছক্কা ৬২ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি।

হাফ-সেঞ্চুরির স্বাদ নেয়া ডসেট অপরাজিত থাকেন ৫৯ রানে। তার ৪১ বলের ইনিংসে দুটি চার ও তিনটি ছক্কা ছিল। চতুর্থ উইকেট জুটিতে ইভান্স-ডসেটের ৮৩ বলে ১৪৮ রানের সুবাদে ৩ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ পায় রাজশাহী।

কুমিল্লার পক্ষে ২০ রানে দুটি উইকেট নেন ইংল্যান্ডের লিয়াম ডসন।


আরো সংবাদ



premium cement

সকল