১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আসছে অ্যাপল ওয়াচ টেন

-

২০২৪ সালে অ্যাপল ওয়াচ লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। আসন্ন ওয়াচ সিরিজ টেন স্মার্টওয়াচটি বড় স্ক্রিন, মসৃণ ডিজাইনসহ নতুন চিপ নিয়ে আসছে। অ্যাপল ওয়াচ সিরিজ টেনে থাকবে বড় ডিসপ্লে ও নতুন চিপ। তবে নতুন হেলথ ফিচার নিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তারা। ওয়াচ সিরিজ টেন বড় স্ক্রিন নিয়ে দু’টি মডেলে আসবে। এর মধ্যে বড় মডেলটির স্ক্রিনের সাইজ অ্যাপল ওয়াচ আলট্রার মতো হবে। স্ক্রিন বড় হলেও ঘড়িগুলো আগের মডেলের মতো ওজনে হালকা ও পাতলা হবে।
অ্যাপল ডিভাইস বিশ্লেষক গুরম্যান জানান, অ্যাপল ওয়াচ সিরিজ টেন ও অ্যাপল ওয়াচ আলট্রা থ্রিতে এ বছর আরো শক্তিশালী প্রসেসর থাকবে। এ আপগ্রেড ভবিষ্যতের এআই ফিচারের পথ প্রশস্ত করতে পারে বলে মনে করেন তিনি। নতুন চিপগুলো ডিভাইসের সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধি করে জটিল কাজ দক্ষতার সাথে সম্পন্ন করতে পারবে।
অ্যাপল ওয়াচের হেলথ ফিচারগুলো সবসময়ই গুরুত্ব পেয়েছে। আগের সংস্করণগুলোয় ব্লাড প্রেসার ও স্লিপ অ্যাপনিয়া মনিটরিং ফিচার আছে। নতুন সংস্করণেও এ ক্ষেত্রে ব্যতিক্রম হবে না। যদিও অ্যাপল জানায়, তারা এসব ফিচার তৈরিতে কিছু বাধার সম্মুখীন হয়েছে। অ্যাপলের রক্তচাপ পর্যবেক্ষণ প্রযুক্তি পরীক্ষার সময় প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি। এসব সমস্যা কারণে ফিচারগুলো রিলিজে বিলম্ব হতে পারে।

 


আরো সংবাদ



premium cement