ইউটিউব প্রিমিয়ামে আসছে নতুন ফিচার
- ০১ জুলাই ২০২৪, ০০:০৫
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে নতুন পাঁচটি ফিচার যুক্ত হবে। এর মধ্যে অন্তত তিনটি ফিচার প্রাথমিক পরীক্ষার জন্য উন্মুক্ত করা হবে। তবে এসব ফিচার শুধু প্ল্যাটফর্মটির প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য আনা হচ্ছে বলে জানা গেছে। অন্য প্ল্যাটফর্মগুলোর মতো পরীক্ষামূলক ফিচারগুলো বেটা ভার্সনে উন্মুক্ত করার পরিবর্তে শুরুতে প্রিমিয়াম ব্যবহারকারীদের অভিজ্ঞতা নেয়ার সুযোগ দিচ্ছে ইউটিউব। ইউটিউব প্রিমিয়াম মূলত কোনো বিজ্ঞাপন ছাড়াই যেকোনো ভিডিও দেখার সুযোগ দেয়।
এর আগে ইউটিউবে কোনো ভিডিওর ডানে বা বামে ডাবল ক্লিক করলে ১০ সেকেন্ড স্কিপ করা যেত। এখন ডাবল ক্লিক করলে রিকমেন্ডেড অংশ থেকে ভিডিও চালু হবে। ইউটিউবের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারীর তথ্যের ওপর নির্ভর করে রিকমেন্ডেড অংশ নির্ধারণ করবে। এছাড়া ব্যবহারকারীরা এখন থেকে ইউটিউব শর্টস ভিডিও পিকচার ইন পিকচার মোডে দেখতে পারবেন।
পরীক্ষামূলক ফিচারগুলো ইউটিউব ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে। প্ল্যাটফর্মটিতে পরীক্ষামূলকভাবে স্মার্ট ডাউনলোডের ফিচার আনা হচ্ছে, যার মাধ্যমে ইউটিউব শর্টস অফলাইনে দেখা যাবে। এছাড়া ইউটিউবের কথোপকথনভিত্তিক এআই ফিচারও ফিরিয়ে আনা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা