জিমেইলে যুক্ত হয়েছে জেমিনি চ্যাটবট
- ২৭ জুন ২০২৪, ০০:০৫
জিমেইল ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্তি কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল লেখার সুযোগ দিতে জিমেইলে নিজেদের এআই চ্যাটবট ‘জেমিনি’ যুক্ত করেছে গুগল। নতুন এই সুবিধা কাজে লাগিয়ে জিমেইলের সাইড প্যানেল থেকে সহজেই জেমিনি এআই চ্যাটবটের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে। জিমেইলের ওয়েব সংস্করণের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপেও এ সুবিধা মিলবে।
জিমেইলের ওয়েব সংস্করণে সাইড প্যানেলে থাকা জেমিনি ব্যবহার করে নতুন ই-মেইল লেখাসহ অন্যদের পাঠানো ই-মেইলের উত্তরের খসড়া স্বয়ংক্রিয়ভাবে লিখে নেয়া যাবে। জেমিনি চ্যাটবটের লেখা বার্তা সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাৎ খসড়া ই-মেইলে থাকা শব্দ বাদ দেয়ার পাশাপাশি চাইলে নতুন তথ্যও যুক্ত করা যাবে। ফলে ই-মেইলে তথ্য ভুল বা বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই।
স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল লেখা ছাড়াও জেমিনি ব্যবহার করে গুগলের ওয়ার্কস্পেসের ডকস, শিটস, সøাইডস ও ড্রাইভে যুক্ত হয়ে কাজ করা যাবে। শুধু তা-ই নয়, প্রম্পট দেয়ার পর গুগল ডকস, শিটস, সøাইডসে থাকা তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী ই-মেইলের খসড়া তৈরি করতে পারবে জেমিনি। জিমেইলে জেমিনি ব্যবহার করতে ব্যবহারকারীদের ‘স্মার্ট ফিচার অ্যান্ড পারসোনালাইজেশন’ সুবিধা চালু করতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা