সিরিতে চ্যাটজিপিটি যুক্ত করবে অ্যাপল
- আহমেদ ইফতেখার
- ১৩ জুন ২০২৪, ০০:০৫
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বেশ কিছু ডিভাইস অ্যাপলের হাত ধরেই বাজারে এসেছে। সে বিষয়টি বিবেচনায় নিলে, প্রতিষ্ঠানটির বিভিন্ন নতুন এআই ফিচারের কার্যকারিতায় গ্রাহক প্রত্যাশা অন্যদের চেয়ে বেশি। এরই ধারাবাহিকতায় এবারের ডেভেলপার সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) বিভিন্ন প্রযুক্তির পাশাপাশি আইওএস ও আইপ্যাডওএস আনতে যাচ্ছে অ্যাপল। বিশ্লেষকদের সেই ধারণা সত্যি করে নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়াল সহকারী ‘সিরি’তে ওপেনএআইর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যুক্তের ঘোষণা দিয়েছে অ্যাপল। পাশাপাশি বিভিন্ন অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণও প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের ডেভেলপার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। এই অনুষ্ঠানেই অবশেষে অ্যাপলে মিলল বহুল প্রতীক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি। এআই-ভিত্তিক অ্যাপল ইন্টেলিজেন্স-সুবিধা আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএসে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে।
অ্যাপলের ভার্চুয়াল সহকারী সিরিতে চ্যাটজিপিটিসহ অ্যাপল ইন্টেলিজেন্স-সুবিধা ব্যবহার করা যাবে। এর ফলে টেক্সটের মাধ্যমে সিরি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। তাৎক্ষণিক বিবৃতিও পরিবর্তন করা যাবে। বিভিন্ন অ্যাপেও সিরি ব্যবহার করা যাবে, যেমন- অ্যাপল নিউজ থেকে কোনো নিবন্ধ কপি করে কোনো গ্রুপ মেসেজে সেটি সিরির মাধ্যমে পাঠানো যাবে।
সম্মেলনে ‘আইওএস-১৮’ আনার ঘোষণা দিয়ে অ্যাপল জানিয়েছে, অপারেটিং সিস্টেমটিতে আইফোনের হোমস্ক্রিন নিজের মতো করে সাজানোর সুযোগ পাবেন ব্যবহারকারী। সহজে কন্ট্রোল সেন্টার ব্যবহারের পাশাপাশি অ্যাপ লক করে রাখার সুযোগও পাওয়া যাবে। ফলে অন্য কেউ পরিচয় যাচাই না করে আইফোনের কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন না।
জেনইমোজি নামে নতুন এক ধরনের ইমোজি তৈরির সুবিধা চালুর ঘোষণা দিয়েছে অ্যাপল। অ্যাপলের এআই ব্যবহার করে সহজে নিজের ইমোজি তৈরি করা যাবে। এমনকি কি-বোর্ডে বর্ণনা লিখেও জেনইমোজি তৈরি করা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা