১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অ্যাপলের ডেভেলপার সম্মেলনের চমক

-

শুরু হয়েছে অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন। এবার অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর বেশি জোর দিচ্ছে। এআইয়ের ব্যবহার নিশ্চিতে ওপেনএআইয়ের সাথেও চুক্তি করতে পারে কোম্পানিটি। এর মাধ্যমে পণ্যের মানোন্নয়নের পাশাপাশি অন্যদের সাথে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। গত ১০ জুন শুরু হওয়া আয়োজনে টিম কুক তার স্বাগত বক্তৃতায় যেসব নিয়ে ঘোষণা আসবে তা জানান। তবে বেশি তথ্য ছিল অ্যাপল টিভি প্লাস নিয়ে। তিন বছরে অ্যাপল টিভি প্লাসে রয়েছে সবচেয়ে বেশি রেটিং পাওয়া সিরিজ। নাম মাস্টার অব দ্য এয়ার, মোনার্কের মতো সিরিজের। জানা গেল, প্রতি সপ্তাহে এখন নতুন সিরিজ আসবে। এরপর পর্দায় এলেন ভিশন প্রোডাক্ট গ্রুপের ভিপি মাইক রকওয়েল। তিনি জানান, প্রতিদিন দুই হাজারের বেশি অ্যাপ যুক্ত হচ্ছে অ্যাপল ভিশন প্রোতে। ভিশন ওএসের হালনাগাদ ভিশন ওএস-২ এর ঘোষণা দিলেন তিনি। ভিশন ওএস-২ এর বিভিন্ন সুবিধাও দেখানো হয়।
আইওএস-১৮, আইফোনে আরসিএস মেসেজ সুবিধাসহ বিভিন্ন ঘোষণা দিয়েছে অ্যাপল। ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলনে অ্যাপলের জন্য কাজ করা আমন্ত্রিত ডেভেলপাররা সরাসরি অংশ নিয়েছেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনেও সরাসরি এ আয়োজন দেখা যাচ্ছে। অ্যাপলের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে আয়োজনটি। ১৪ জুন পর্যন্ত চলবে এ আয়োজন। তবে সম্মেলনের মূল আকর্ষণ ছিল উদ্বোধনী অধিবেশনটি। কারণ, এই মূল অধিবেশন থেকেই সাধারণত নতুন পণ্য ও সেবার ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। আর তাই সম্মেলনের এই অধিবেশন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের ব্যাপক আগ্রহ থাকে।


আরো সংবাদ



premium cement