১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফোল্ডেবল স্মার্টফোন উৎপাদনে শীর্ষে হুয়াওয়ে

-

সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, স্যামসাংকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষস্থানীয় ফোল্ডেবল স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে হুয়াওয়ে। চলতি বছরের প্রথম প্রান্তিকে চলমান মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রথমবারের মতো হুয়াওয়ে এ দ্রুত বর্ধনশীল সেগমেন্টে শীর্ষস্থান অর্জন করেছে।
হুয়াওয়ের সাফল্যের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে ফাইভজি ফোল্ডেবল মডেলগুলো কাজ করেছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে। গত বছরের একই সময়ে তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে হুয়াওয়ে ৮৪ শতাংশ ফোল্ডেবল স্মার্টফোন বিক্রি করেছে, যার অধিকাংশ ছিল ফাইভজি মডেল। এ সময়ে কোম্পানিটির জনপ্রিয় ফোল্ডেবল স্মার্টফোন মডেলের মধ্যে ছিল মেট এক্স ফাইভ ও পকেট টু।
অন্য দিকে, নতুন ডিভাইস উন্মোচনের ধীরগতি স্যামসাংয়ের ফোল্ডেবল বাজারে মন্দার কারণ হতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। কোম্পানিটি বাজার পুনরুদ্ধারে গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স ও ফ্লিপ সিক্স আনার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, বছরওয়ারি হিসাবে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোন বিক্রি ২৫৭ শতাংশ বেড়েছে। এর বিপরীতে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের বাজার হিস্যা ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ৫৮ শতাংশ থেকে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ২৩ শতাংশে নেমে এসেছে।


আরো সংবাদ



premium cement