দেশের বাজারে রিয়েলমি সি৬৩
- ০৫ জুন ২০২৪, ০০:০৫
রিয়েলমি দেশের স্মার্টফোন মার্কেটে এনেছে ‘রিয়েলমি সি৬৩’ স্মার্টফোন। আকর্ষণীয় এই ফোনে রয়েছে অসাধারণ সক্ষমতার ৪৫ ওয়াট ফাস্ট চার্জ ফিচার, যার মাধ্যমে মাত্র ৩ মিনিট চার্জের মাধ্যমে ঘণ্টাব্যাপী ক্রিকেট ম্যাচ উপভোগ করা যাবে। সর্বাধুনিক প্রযুক্তির এই স্মার্টফোনে আরো রয়েছে- ৫০০০ এমএএইচ ব্যাটারি। এটি ১০ মিনিটেই ২০ শতাংশ, ৩০ মিনিটে ৫০ শতাংশ এবং মাত্র ৭৯ মিনিটে ১০০% অর্থাৎ পূর্ণ চার্জ লাভ করে।
ফোনটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে ভেগান লেদার ব্যাক কভার। আছে উন্নত প্রযুক্তির ‘অক্টাকোর চিপ’। এছাড়া এই ডিভাইসে আরো রয়েছে ‘রিয়েলমি ইউআই ১৪’ এর লেটেস্ট ভার্সন।
রিয়েলমি সি৬৩ মনোমুগ্ধকর দু’টি রঙে ব্যবহারকারীদের হাতে শোভা পাবে, একটি হচ্ছে- ‘লেদার ব্লু’ ও অন্যটি ‘জেড গ্রিন’। স্মার্টফোনটির ৬জিবি+১২৮জিবি ভার্সন-এর দাম ১৬,৯৯৯ টাকা এবং ৮জিবি+১২৮জিবি ভার্সন এর দাম ১৮,৯৯৯ টাকা। এছাড়া অনলাইন মার্কেট প্লেস পিকাবু’তে ফ্ল্যাশ সেল অফারে ৬জিবি+১২৮জিবি ভার্সনটি পাওয়া যাবে মাত্র ১৫,৯৯৯ টাকা এবং ৮জিবি+১২৮জিবি ভার্সনটি পাওয়া যাবে মাত্র ১৭,৯৯৯ টাকায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা