১৭ জুন ২০২৪
`

৬০ মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করার সুযোগ দেবে টিকটক

-

টিকটক নতুন একটি ফিচার পরীক্ষা করছে, যা ব্যবহারকারীদের ৬০ মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করার সুযোগ দেবে। এটি টিকটকের শর্ট ভিডিও ফরম্যাটের একটি বড় পরিবর্তন। দীর্ঘ ফরম্যাটের ভিডিও ফিচারটি টিকটকে যুক্ত হলে তা সরাসরি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। যদিও দীর্ঘ ফরম্যাটের ভিডিও কনটেন্টে টিকটকের সম্প্রসারণ নতুন কিছু নয়। প্ল্যাটফর্মটি একাধিকবার তাদের শর্ট ভিডিও ফরম্যাটের সময়সীমা বাড়িয়েছে। এটি সংক্ষিপ্ত ভিডিও দিয়ে শুরু হলেও কনটেন্ট নির্মাতা ও দর্শকের চাহিদা মেটাতে সময়ের সাথে পরিবর্তন হয়েছে।
শুরুতে সীমিত ব্যবহারকারীদের নিয়ে নতুন ফিচারটির পরীক্ষা চালাচ্ছে টিকটক। তবে পুরোপুরি রিলিজের জন্য এর তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আপাতত টিকটক ব্যবহারকারীদের ফিচার প্রতিক্রিয়া দেখার পাশাপাশি প্ল্যাটফর্মটি দীর্ঘ ফরম্যাটের ভিডিও পরিচালনায় কতটা সক্ষম, সেটি পরীক্ষা করছে।

প্রতিবেদন অনুযায়ী, রান্না ও বিউটি টিউটোরিয়ালের মতো বৈচিত্র্যময় ভিডিও কনটেন্ট তৈরির জন্য নির্মাতারা অনেক দিন ধরেই বড় ভিডিও আপলোডের সুবিধা চালুর কথা জানিয়ে আসছিলেন। টিকটক মূলত লং ফরম্যাটের ভিডিও কনটেন্ট দিয়ে এমন নির্মাতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে, যারা সাধারণত এ সুবিধার জন্য ইউটিউব ব্যবহার করে থাকে।
নির্মাতাদের দীর্ঘ ফরম্যাটের ভিডিও বানাতে উৎসাহিত করতে টিকটক তাদের ক্রিয়েটর রিওয়ার্ডস প্রোগ্রামও হালনাগাদ করেছে। টিকটকের তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা এক মিনিটেরও বেশি সময় ধরে ভিডিও দেখার জন্য উল্লেখযোগ্য সময় ব্যয় করে। দীর্ঘ ফরম্যাটের ভিডিও দেখেন এমন দর্শকের পরিমাণ ২০২৩ সালে প্রায় ৪০ শতাংশ বেড়েছে। এ কারণেই ৬০ মিনিটের ভিডিও আপলোড ফিচার পরীক্ষা করছে প্ল্যাটফর্মটি।

 


আরো সংবাদ



premium cement
৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ হয়েছে, দাবি ডিএনসিসি’র ৫০ হাজার টাকার খাসির চামড়া দাম ১৫ টাকা উপকূলের জনজীবনে কষ্টের ছাপ তবুও মুখে হাসি মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসি কি আরব বসন্তের ‘ট্র্যাজিক হিরো’? কোরবানির পশুর চামড়া যেমন দামে বেচাকেনা চলছে খালেদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ফিরোজায় বিএনপির শীর্ষ নেতারা টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সুপার এইটে’ বাংলাদেশ ম্যাচের সময়সূচি গাজায় ইসরাইলি হামলায় অসংখ্য পরিবার নির্বংশ হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বরেকর্ড তানজিমের সেন্টমার্টিন উপকূলে টহল দিচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ, গতিবিধি পর্যবেক্ষণ ঈদের দিন সমুদ্রে গোসলে নেমে কিশোর নিখোঁজ

সকল