ফ্রিল্যান্স কাজের জন্য সেরা কোন দেশ
- আহমেদ ইফতেখার
- ২২ মে ২০২৪, ০০:০৫
বিশ্বব্যাপী প্রযুক্তি খাতের পেশাজীবীদের একটি বড় অংশ মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার। আমাদের দেশের অনেক তরুণ আইসিটির বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে ফ্রিল্যান্সার হিসেবে দেশে বসে বিদেশী গ্রাহকের জন্য কাজ করছেন। মার্কিন সাময়িকী সিইওওয়ার্ল্ড গত ১৯ এপ্রিল ফ্রিল্যান্স কাজের জন্য সেরা গন্তব্য ৩০টি দেশের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ২৯তম স্থানে রয়েছে বাংলাদেশ। বিভিন্ন সংস্থা থেকে প্রকাশিত তথ্য ও প্রতিবেদন বিশ্লেষণ করে ফ্রিল্যান্সার হিসেবে কোন দেশের কর্মীদের চাহিদা বেশি, তা নিয়ে তালিকা প্রকাশ করেছে সিইওওয়ার্ল্ড। সিইওওয়ার্ল্ড সাময়িকী ২০২৪ সালের সেরা কয়েকটি দেশের ফ্রিল্যান্সারদের তালিকা প্রকাশ করেছে। কাজের ধরন, ফ্রিল্যান্সারদের দক্ষতা, আর্থিক অবস্থানসহ প্রযুক্তিগত সক্ষমতার বিষয় যুক্ত করে বিভিন্ন দেশের জন্য নম্বর দেয়া হয়েছে। সেই নম্বর বা স্কোর অনুসারে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ৯৭ দশমিক ৪৬ নম্বর নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্রিল্যান্সারদের চাহিদা সারা বিশ্বে সবচেয়ে বেশি। তালিকায় ৯৫ দশমিক ৭১ ও ৯৪ দশমিক ৮১ নম্বর নিয়ে ভারত ও যুক্তরাজ্য যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। এর পরের তালিকায় ফিলিপাইন, ইউক্রেন, কানাডা, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, ব্রাজিল ও পর্তুগালের নাম দেখা যায়। চীনের অবস্থান ২২, পাকিস্তানের অবস্থান ২৮ ও বাংলাদেশের অবস্থান ২৯তম।
সিইওওয়ার্ল্ডের তালিকায় দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ও ভারতের ফ্রিল্যান্সারদের চাহিদা সবচেয়ে বেশি। বিভিন্ন শিল্প খাতে যুক্তরাষ্ট্রের নানা ধরনের দক্ষ ফ্রিল্যান্সারের চাহিদা অনেক। ইংরেজিভাষী পেশাজীবী, পশ্চিমা পেশাদারত্ব, দক্ষতাসহ যুক্তরাষ্ট্র ফ্রিল্যান্সারদের গন্তব্য হিসেবে দৃঢ় অবস্থানে রয়েছে। বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানের কর্মীবাহিনীর মধ্যে এক-তৃতীয়াংশের বেশি ফ্রিল্যান্স কর্মী দেখা যায়। অন্যদিকে ভারত সারা বিশ্বের ফ্রিল্যান্সার-বাজারে কর্মী সরবরাহকারী দেশ হিসেবে অন্যতম। প্রতিযোগিতাভিত্তিক বাজার ও ভারতীয়দের ইংরেজিতে দক্ষতার জন্য তাদের চাহিদা অনেক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা