গ্র্যান্ড থেফট অটোর ষষ্ঠ সংস্করণ আসছে
- ২০ মে ২০২৪, ০০:০০
অবশেষে জনপ্রিয় গেমিং ফ্রাঞ্চাইজের ‘গ্র্যান্ড থেফট অটো’ ষষ্ঠ সংস্করণ প্রকাশের সময় জানিয়েছে গেমটির নির্মাতা ‘রকস্টার গেমস’। ঘোষণা অনুযায়ী ‘জিটিএ-৬’ গেমটি বাজারে আসবে ২০২৫ সালেই। ২০১৩ সালে ‘জিটিএ-৫’ প্রকাশ পাওয়ার পর থেকে গেমটির ২০ কোটি কপি বিক্রি হয়েছে। ফলে, মাইনক্রাফটের পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গেম হওয়ার কৃতিত্ব অর্জন করে এটি। উল্লেখ্য, মাইনক্রাফটের সর্বমোট গেম কপি বিক্রি হয়েছে ৩০ কোটি।
জিটিএ-৬-এর বিভিন্ন ভিডিও ফুটেজ ও গান ফাঁস হয়ে যাওয়ায় ৫ ডিসেম্বর নির্ধারিত সময়ের আগেই ট্রেইলার প্রকাশে বাধ্য হয়েছিল রকস্টার। গেমটিতে ‘ভাইস সিটি’ নামের যে শহরটি দেখানো হয়েছে, তা আদতে যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরের কাল্পনিক সংস্করণ। গেমটির ট্রেইলারে ব্যবহার করা হয়েছে মার্কিন গায়ক টম পেটির ‘লাভ ইজ এ লং রোড’ গানটি। ইউটিউবে প্রথম ২৪ ঘণ্টায় ট্রেইলার ভিডিওটির ভিউ ছিল ৯ কোটি ৩০ লাখ, যা এর আগের সব গেমের ‘ভিউইং রেকর্ড’ ভেঙে দিয়েছে। বিশ্বের গেমিং খাতের অন্যতম জনপ্রিয় ও সফল ফ্রাঞ্চাইজ হলো ‘গ্র্যান্ড থেফট অটো’, যেখানে এর বিভিন্ন অতীত সংস্করণকে প্রায়ই সর্বকালের সেরা ভিডিও গেমের তালিকায় জায়গা পেতে দেখা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা