১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

র্যানসমওয়্যার সাইবার হামলার হার কিছুটা কমেছে

-

সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান সফোস সম্প্রতি তাদের বার্ষিক প্রতিবেদন স্টেট অব র্যানসমওয়্যার ২০২৪ প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছর মুক্তিপণ দেয়ার হার গড়ে বৃদ্ধি পেয়েছে ৫০০ শতাংশ। ২০২৩ সালে র্যানসমওয়্যার সাইবার হামলায় ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো গড়ে চার লাখ থেকে ২০ লাখ ডলার পর্যন্ত মুক্তিপণ দেয়ার কথা জানিয়েছে। তবে এটি মুক্তিপণ খরচের একটি অংশ মাত্র। মুক্তিপণ বাদে পুনরুদ্ধারে গড় ব্যয় ছিল ২০ লাখ ৭৫ হাজার ডলার। সফোসের ২০২৩ সালের প্রতিবেদনে যা ছিল ১০ লাখ ৮২ হাজার ডলার, অর্থাৎ এবারের প্রতিবেদন অনুযায়ী যা প্রায় ১০ লাখ ডলারের বেশি।
মুক্তিপণের পরিমাণ বাড়লেও র্যানসমওয়্যার সাইবার হামলার হার কিছুটা কমেছে। এ বছরের সমীক্ষা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোয় ৫৯ শতাংশ র্যানসমওয়্যার হামলা হয়েছে। ২০২৩ সালে এর হার ছিল ৬৬ শতাংশ। ছোট আকারের প্রতিষ্ঠানগুলোকেও হামলার লক্ষ্যবস্তু করা হয়। গত বছরে এমন প্রতিষ্ঠানের প্রায় অর্ধেক (৪৭ শতাংশ) র্যানসমওয়্যার হামলার শিকার হয়।
প্রতিবেদনে আরো উঠে আসে যে, সাইবার হামলার মূল কারণ হলো প্রতিষ্ঠানগুলোর সাইবার সিস্টেমের দুর্বল ক্ষেত্রগুলো বা ভালনারিবিলিটি, যা প্রায় ৩২ শতাংশ প্রতিষ্ঠানের ওপর প্রভাব ফেলছে। আরো কারণ হিসেবে দেখা যায় প্রাতিষ্ঠানিক ডকুমেন্টের অননুমোদিত ব্যবহার বা কম্প্রেমাইজড ক্রেডেনশিয়াল (২৯ শতাংশ) ও ক্ষতিকর ই-মেইল (২৩ শতাংশ)।
সাইবার হামলার শিকার হওয়া প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, কম্প্রোমাইজড ক্রেডেনশিয়ালের তুলনায় অন্যান্য কারণে সাইবার হামলা ঘটার হার বেশি। যেখানে ব্যাকআপ তথ্যের অননুমোদিত ব্যবহারের কারণে সাইবার হামলা ঘটেছে ৭৫ শতাংশ। অন্যদিকে ডাটা এনক্রিপশনের কারণ ছিল ৬৭ শতাংশ এবং মুক্তিপণ দেয়ার প্রবণতার হার ছিল ৭১ শতাংশ। সাইবার হামলাগুলোয় দেখা যায়, তথ্য পুনরুদ্ধারে তাদের গড় ব্যয় ৩৫ লাখ ৮০ হাজার ডলার। অন্যদিকে কম্প্রোমাইজড ক্রেডেনশিয়ালের ঘটনায় এ ব্যয়ের পরিমাণ ছিল ২৫ লাখ ৮০ হাজার ডলার। তথ্য পুনরুদ্ধারে প্রতিষ্ঠানগুলোর সময় লাগে এক মাসেরও বেশি।


আরো সংবাদ



premium cement
দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা ও সমানুপাতিক প্রতিনিধিত্ব : একটি প্রস্তাব ঐক্যবদ্ধ বাংলাদেশের মুখে ভারত খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন এবং বিবিধ প্রসঙ্গ ফ্রাঁসোয়া বায়রুকে ফ্রান্সের প্রধানমন্ত্রী ঘোষণা ভিটিলিগো ভিকটিম মানসিক ঝুঁকিতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পূর্বপরিকল্পনা মূল্যায়ন করছে ট্রাম্প প্রশাসন চিরনিদ্রায় শায়িত সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার ‘স্বৈরশাসকের দোসররা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র করছে’ কুলাউড়ায় সরকারি জমিতে স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন ফিক্সিংয়ের অভিযোগে ফ্র্যাঞ্চাইজির মালিক প্রেম ঠাকুর গ্রেফতার ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা

সকল