অ্যান্ড্রয়েড ফিফটিনের চমক
- ১৫ মে ২০২৪, ০০:০৫
চলতি বছরই আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ১৫ উন্মোচন করতে পারে গুগল। এরই মধ্যে বেটা ভার্সন চালু করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ ব্যবহারকারীরা স্যাটেলাইট সংযোগ সুবিধা পাবে। ফলে সেল টাওয়ার বা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই জরুরি মুহূর্তে বার্তা পাঠানো যাবে। নতুন এই অপারেটিং সিস্টেমে গুগলের ফাইন্ড মাই ডিভাইস ফিচারটি আপডেট করা হবে। ফলে ফোনের ব্লুটুথের মাধ্যমে অন্য ব্যবহারকারীর হারিয়ে যাওয়া ডিভাইস খুঁজে বের করা যাবে। আইফোনের মতো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও তাদের ডিভাইসের ব্যাটারি হেলথ দেখতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা কখন ব্যাটারি পরিবর্তন করতে হবে তা জানতে পারবেন। এছাড়া ব্যাটারি হেলথ কত শতাংশ রয়েছে সেটিও জানা যাবে।
এই অপারেটিং সিস্টেমের আরো একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে নোটিফিকেশন কুলডাউন। একটানা নোটিফিকেশন এলে অ্যান্ড্রয়েড ১৫ স্বয়ংক্রিয়ভাবেই শব্দের মাত্রা কমিয়ে দেবে।
অ্যান্ড্রয়েডের নতুন এ সংস্করণে হাই কোয়ালিটি ওয়েবক্যাম মোড যুক্ত করেছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরাকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহারের সুযোগ পাবেন।
অ্যান্ড্রয়েড ফিফটিনে ব্যবহারকারীরা স্মার্টফোনের পুরো স্ক্রিন শেয়ারের পরিবর্তে কেবল একটি অ্যাপের উইন্ডো শেয়ার ও রেকর্ড করতে পারবেন। বর্তমানে বাজারে থাকা স্মার্টফোনগুলোর ডিসপ্লেতে স্লিম বেজেল থাকে। ডিসপ্লের বড় অংশ ব্যবহারের জন্য ও গ্রাহকদের আকৃষ্ট করতে এ ডিজাইন অনুসরণ করা হয়। তবে এখনো অনেক অ্যাপ ডিসপ্লের পুরো অংশে কনটেন্ট দেখাতে পারে না। এ সমস্যার সমাধানে অ্যান্ড্রয়েড ফিফটিনে এজ টু এজ ফিচার যুক্ত করা হয়েছে।
ওটিপি জালিয়াতি মোকাবেলায় সেনসিটিভ নোটিফিকেশন নামের একটি ফিচার থাকবে। যা অন্য অ্যাপগুলোকে ব্যবহারকারীর ওটিপি মেসেজ পড়তে বাধা দেবে। এতে ব্যবহারকারীর ওটিপির মতো সংবেদনশীল তথ্য সুরক্ষিত থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা